আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
359 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (29 points)

“হাশরের ময়দানে মানুষ ১২ শ্রেণিতে ভাগ হয়ে উঠবে!
তার মধ্যে এক শ্রেণির মানুষকে নিকৃষ্ট গন্ধযুক্ত কাপড় পড়িয়ে উঠানো হবে!“

এক আলোচনায় এই কথা টুকু শুনেছি!
কিন্তু কি রকম সন্দেহ লাগতেছে। এর আগে কখনো এভাবে কোনো আলেম ব্যাক্তির মুখ থেকে শুনিনি!

এই কথাটি কি সঠিক?
রেফারেন্স হিসেবে মা’রিফুল কুরআন এর কথা বলেছে শুধু!

 

1 Answer

+1 vote
by (597,330 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইবনে কাসির রাহ বলেন,
 ينقسم الناس يوم القيامة إلى ثلاثة أصناف .
মানুষগণ কিয়মতের দিন,তিন শ্রেণীতে বিভক্ত হবে।
قال الطبري : " وهكذا قسمهم إلى هذه الأنواع الثلاثة في آخر السورة وقت احتضارهم .
ইমাম তাবারী রাহ বলেন,আল্লাহ যখন লোকদেরকে সমাগত করবেন,তখন তিনভাগে বিভক্ত করবেন

সূরায় ওয়াকাতে আল্লাহ তা'আলা এ সম্পর্কে বলেন,
وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً
এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।
فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ
যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।

وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ
এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।

وَالسَّابِقُونَ السَّابِقُونَ
অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।

أُوْلَئِكَ الْمُقَرَّبُونَ
তারাই নৈকট্যশীল,

فِي جَنَّاتِ النَّعِيمِ
অবদানের উদ্যানসমূহে,

ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।
وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ
এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।



সু-প্রিয় প্রশ্নকারী 
হাশরের ময়দানে মানুষ ১২ শ্রেণিতে ভাগ হয়ে উঠবে? এমন কোনো বর্ণনা আমরা পাইনি।বরং যা পেয়েছি তা দ্বারা সাব্যস্থ হয় যে,হাশরের ময়দানে লোকজন তিন শ্রেণীতে বিভক্ত হবে।
বদকারদের এক শ্রেণী।এবং নেককারদের দুই শ্রেণী।নেককারদের দুই শ্রেণীর মধ্য থেকে একটি শ্রেণী হল,যারা সবার চেয়ে এগিয়ে,যাদেরকে অগ্রবর্তী বাহিনি হিসেবে কুরআন ঘোষণা দিয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...