বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইবনে কাসির রাহ বলেন,
ينقسم الناس يوم القيامة إلى ثلاثة أصناف .
মানুষগণ কিয়মতের দিন,তিন শ্রেণীতে বিভক্ত হবে।
قال الطبري : " وهكذا قسمهم إلى هذه الأنواع الثلاثة في آخر السورة وقت احتضارهم .
ইমাম তাবারী রাহ বলেন,আল্লাহ যখন লোকদেরকে সমাগত করবেন,তখন তিনভাগে বিভক্ত করবেন
সূরায় ওয়াকাতে আল্লাহ তা'আলা এ সম্পর্কে বলেন,
وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً
এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।
فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ
যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।
وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ
এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।
وَالسَّابِقُونَ السَّابِقُونَ
অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
أُوْلَئِكَ الْمُقَرَّبُونَ
তারাই নৈকট্যশীল,
فِي جَنَّاتِ النَّعِيمِ
অবদানের উদ্যানসমূহে,
ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
তারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।
وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ
এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।
সু-প্রিয় প্রশ্নকারী
হাশরের ময়দানে মানুষ ১২ শ্রেণিতে ভাগ হয়ে উঠবে? এমন কোনো বর্ণনা আমরা পাইনি।বরং যা পেয়েছি তা দ্বারা সাব্যস্থ হয় যে,হাশরের ময়দানে লোকজন তিন শ্রেণীতে বিভক্ত হবে।
বদকারদের এক শ্রেণী।এবং নেককারদের দুই শ্রেণী।নেককারদের দুই শ্রেণীর মধ্য থেকে একটি শ্রেণী হল,যারা সবার চেয়ে এগিয়ে,যাদেরকে অগ্রবর্তী বাহিনি হিসেবে কুরআন ঘোষণা দিয়েছে।