আসসালামু আলাইকুম
১।৷৷ এক বোনের স্বামী তার এক পাতানো ভাগ্নির সাথে অনেক কথা বলে।। পাতানো ভাগ্নি আমার বোনের স্বামীকে ভালোবাসে,, এটা বোন জেনে যায়,,,কিন্তু বোনের স্বামী বলে তাকে ভাগ্নি হিসেবে ভালোবাসে,,,কিন্তু ভাগ্নি, বোনের স্বামীকে অনেকভালেবাসে,,,এবং ভাগ্নিটা আমার বোনকে তাদের অনেক মেসেজ দেখায় এটা বোন মেনে নিতে পারে না।।বোনের স্বামী বার বার বলে তাকে ভাগ্নি নজরে দেখে,,তখন বোন বলে যে ভাগ্নি মামাকে ভালোবাসে এবং মামা সম্পর্কে এতো বাজে কথা বলে এমন ভাগ্নির আমি গোষ্ঠী মারি।।।তখন বোনের স্বামী বলে গোষ্ঠী মারা কি জানো,,তখন বোন বলে না,,তখন বোনের স্বামী বলে গোষ্ঠী মারা মানে আমার গোষ্ঠী সবাইকে করা বুঝায় (সহবাস বুঝায়ছে)।।।বোন বলে আমি তো আপনার গোষ্ঠীকে বলিনি,,আমি ভাগ্নি গোষ্ঠীকে বলছি।।।বোনের স্বামী বলে আমাকে যখন বলছো তখন আমার গোষ্ঠীকেই বলছো,,আমার গোষ্ঠীতে ৭৮ জন আছে,, তার মানে তুমি ৭৮ জন কে করছো(সহবাস)।।।বোন তখন রেগে যায়,, বোন বলে কি ফালতু কথা বলো,,তখন বোনের স্বামী বলে গোষ্ঠী মারা মানে গোষ্ঠী সবাইকে করা বুঝায়,, বাহ ১ মিনিটেই আমার গোষ্ঠীর সবাইকে করে ফেললে।।। বোনের স্বামী আরো বলে কতক্ষণ করে করছো( সহবাস) তখন বোন রেগে দিয়ে বলে যতক্ষণ করে করা (সহবাস)যায়,, একজনের পর একজনকে করছি।।।তারপর বোন বলে তোমার গোষ্ঠী সবাইকে ধরছো তার মানে তো তোমার বাবা ও আছে,,,তখন বোনের স্বামী বলে গোষ্ঠীতে বাবা,,চাচা,,ফুফু সবাই থাকে।।।তখন বোন বলে তোমার বাবার সাথেও আমাকে শুয়াইছো,,,,তারপর বোনের স্বামী বলে তুমি তো বলছো গোষ্ঠী মারো,, তো গোষ্ঠীতে বাবা চাচা আছে,,,বোন রেগে গিয়ে আবার বলে তোমার বাবার সাথেও শুয়াইছো,, তখন বোনের স্বামী বলে আমার বাবার কথা আমি বলি নি,,,তুমি বাবাকে টেনে আনছো,,, তখন বোন বলে তার মানে তোমার বাবার সাথেও শুয়াইলা,,, তখন স্বামী বলে তুমি নিজে থেকে বললে আমি কি করবো,,আমি বাবা কথা বলি নি,, আমি বলছি গোষ্ঠীতে বাবা চাচা সবাই থাকে, তুমি এমন বাজে কথা কেন বলো অর্থ না জেনে।।।স্বামী তার বাবার সাথে স্ত্রীকে ইঙ্গিত করে বলে নি,,সে পুরো গোষ্ঠীকে ইঙ্গিত করেছে।।। তখন স্ত্রী বলে গোষ্ঠীতে তো তোমার বাবা ও আছে,, আমি তোমার ভাগ্নি গোষ্ঠী কথা বলছি কিিন্তু তুমি নিজের গোষ্ঠীতে নিয়ে গেছ।।।বোনের স্বামী বলে আমার ফুফু তো তোমার সাথে আছে আল্লাহ জানে ফুফু সাথে কি করছো।।।।আরো অনেক কথা হয়ছে।।।। তারপর বোন বলছে এসব কথা বললে তালাক হয়ে যায়,,,আপনার সাথে এখন আর আমার সম্পর্ক নাই। স্বামী বলতেছে তুমি কিভাবে আমার গোষ্ঠী মারো বললা।তখন স্ত্রী বলে হুম আমি তোমার গোষ্ঠী মারি।। স্ত্রী রেগে গিয়ে এ কথা গুলো বলছে,,,কিন্তু স্বামীর কোন তালাকের নিয়ত ছিল না।। বোনের স্বামী হেসে হেসে হেসে এই কথাগুলে বলছে স্ত্রী কে রাগানোর জন্য। স্বামী বলে আমি বাবাকে বলি নি,,,সে গোষ্ঠী সবাাইকে বলছে মজা করে। বোন বলে গোষ্ঠীতে তো বাবা ও আছে।।।
বোনের একটু তালাকে ওয়াসওয়াসা আছে
এসব কথাবার্তা দ্বারা কি তালাক হবে,,,কিংবা হুরমতে মুসাহাবা হবে।।।কিংবা জিহার হবে,,,, হলে করণীয় কি
২।৷ হুরমতে মুসাহাবা কামভাব নিয়ে স্পর্শ করা কিংবা দেখার মাধ্যমে হয়,, কিন্তু স্ত্রী যদি স্বামীর মা কে নিয়ে স্বামীর সাথে বাজে ইঙ্গিত করে তাহলে কি হুরমতে মুসাহাবা হবে।।।মানে কথার মাধ্যমে কি হুরমতে মুসাহাবা হয়?