ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সুন্নতের কোনো কা'যা নেই।তবে ফজরের সুন্নত বেশ গুরুত্বপূর্ণ। তাই এ সুন্নতে না পড়লে সূর্যোদয়ের পর দু রা'কাত নফল নামায পড়ার কথা হাদীসে বর্ণিত রয়েছে।
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত
عن أبي هريرة، قال: قال رسول الله صلى الله عليه وسلم: من لم يصل ركعتي الفجر فليصلهما بعد ما تطلع الشمس
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি ফজরের সুন্নত পড়তে পারবে না,সে যেন সূর্যোদয়ের পর দু রা'কাত সুন্নত পড়ে নেয়।(সুনানু তিরমিযি-৪২৩)(কিতাবুল-ফাতাওয়া-২/৩৪৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার উচিৎ ছিল যে, আপনি সূর্যোদয়ের পর ফজরের সুন্নত পড়তেন।যাইহোক ভবিষ্যতে এরকম হলে, সূর্যোদয়ের পর সুন্নত পড়বেন।
(২)
আপনার উচিৎ ছিল যে, আপনি মুসলিম ডে এ্যাপ অনুযায়ী কিছুক্ষণ পর ইফতার করতেন। কেননা এটাই সতর্কতামূলক পদক্ষেপ ছিলো।
(৩)
পাত্রের ব্যাপারে মনে মনে বাবার মত,বাবা এইগুলা ভাবা বা মুখ দিয়ে এই শব্দ গুলা বের হলে, তার সাথে বিবাহ হতে কোনো সমস্যা নেই।