আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
মেয়েরা যখন একা একা সালাত পড়বে তিলাওয়াত করবে কিভাবে? কির'আত নাকি দিনে আস্তে আর রাতে জোরে পড়তে হয়? এরকম কোনো হাদীস আছে?
আমিন আস্তে নাকি জোরে বলতে হয় - একা একা সালাতে?
*সুনির্দিষ্ট করেই একটা মাযহাব মানতে হবে?আমি কি অন্য কোনো মাযহাবের মত নিতে পারবোনা প্রয়োজনে?
**ফিকহে হানাফী,,মাসলাকে দেওবন্দ এমন কোনো আলেম,হাফেজ কি বিয়ে করা জায়েজ?
যেহেতু কওমী ঘরানার আলেম/হাফেজ সবাই ই দেওবন্দীদের আক্বীদাহ লালন করে।আমি শুনেছি তাদের আক্বীদাহয় নাকি সুফিবাদের সাথে সংশ্লিষ্টতা আছে, দেওবন্দী আক্বীদাহ সম্পর্কে জানতে চাই,তাদের আক্বীদাহগত গলদগুলো কি কি? আহলে হাদীসদের সাথে মূল বিরোধটা কোথায়???
আর উনি অনেক কট্টর মনে হচ্ছে কথা -বার্তায়..
৪টা তরীকা, এগুলা মূলত কি?নকশাবন্দী, চিশতিয়া ইত্যাদি ইত্যাদি, এরা কারা? ভিন্নতার কারণ কি?
সুফিবাদের কোন জিনিসগুলো হারাম যা আমাদের আক্বীদাহতে ঢুকে গেছে?
হানাফিদের মেয়েদের সালাতে যে ভিন্নতা এতে সিজদাহ্তে
কোনো ভাবেই ৭টা অঙ্গ মাটি স্পর্শ করেনা। এতে কি নামাজ সহীহ হয়? আমি ২ভাবেই পড়ে দেখেছি৷ বর্তমানে পুরুষরা যেভাবে পড়ে ওইভাবে পড়ি। সঠিক্টা জানতে চাই।
মাযহাব মানলে কি একটাই মানতে হবে, যেমন আমি হানাফী, কিন্তু কিছু বিষয়ে শাফেয়ীদের মত যেটা আমার জন্য জরুরি নিতে পারবোনা?? উদাহরণ বলি, একজন জ্বীনের পেশেন্ট হায়েজ হলেই তার সমস্যা বাড়ে এইজন্য সে রুকইয়াহর নিয়তে হায়েজ হলেও সূরা বাকারাহ' তিলাওয়াত করে (স্পর্শ না করে) কিন্তু সে হানাফী। এটা কতটা সহীহ?
জেনারেল কেউ আলেম পরিবারে বিয়ে হলে তাকে কিভাবে চলা উচিত? (এটা মনে হয় উদ্ভট একটা প্রশ্ন ফতোয়া বিভাগে জিজ্ঞেস করে ফেলেছি, আসলে পরামর্শ চাচ্ছি)
সালাতে মেয়েদের থুতনী আর পায়ের পাতা ঢাকা কি জরুরি?