আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
169 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (20 points)
আমার এক চাচাতো বোন মাঝে মাঝে (ধরেন মাসে একদিন বা দুইদিন) আমার কাছে এটা সেটা জিজ্ঞাসা করতে আসে। পর্দা করে তবে মুখ খোলা থাকে। সে আসলে আমি বলে দেই অমুক মেয়ে/মহিলার কাছে জিজ্ঞাসা করো। সে জিজ্ঞাসা করে। আবার সে আমার কাছেও মাঝে মাঝে জিজ্ঞাসা করতে আসে। লাস্ট আমি তাকে ifatwa আর hanafi fiqh bd group এর কথা বলে দেই। আমার প্রশ্ন হচ্ছে, সে যে আমাকে এটা সেটা বলতে আসে, যেমন "আমার বড় ভাইটার একটু খোজ খবর রাইখো, সে খুব ডিপ্রেশনে থাকে।" তার ভাই মানসিকভাবে বিপর্যস্ত, এখন নামাজ পড়ে, কোরআন পড়ে, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমার প্রশ্ন হচ্ছে এই যে এটা সেটা আমাকে বলতে আসে, কম আসে কিন্তু আসে। এতে আমার কি কোন গুণাহ হবে? আর আমার কী করা উচিত?

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি তাকে বলবেন সে যেন পর্দার আড়াল থেকে আপনাকে জিজ্ঞাসা করে।
আল্লাহ তা'আলা বলেনঃ 
ﻭَﺇِﺫَﺍ ﺳَﺄَﻟْﺘُﻤُﻮﻫُﻦَّ ﻣَﺘَﺎﻋًﺎ ﻓَﺎﺳْﺄَﻟُﻮﻫُﻦَّ ﻣِﻦ ﻭَﺭَﺍﺀ ﺣِﺠَﺎﺏٍ ﺫَﻟِﻜُﻢْ ﺃَﻃْﻬَﺮُ ﻟِﻘُﻠُﻮﺑِﻜُﻢْ ﻭَﻗُﻠُﻮﺑِﻬِﻦَّ
তোমরা তাঁর পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্যে এবং তাঁদের অন্তরের জন্যে অধিকতর পবিত্রতার কারণ। {সূরা আহযাব-৫৩}

তাকে বলার তারপরও যদি সে হঠাৎ সামনে চলে আসে, তাহলে সে যেন নিজ চক্ষুকে হেফাজতে রাখে,এবং আপনিও নিজ চক্ষুকে হেফাজতে রাখবেন।নিচের দিকে তাকিয়ে তার প্রশ্নের জবাব দিবেন।নরম ভাষায় কথা না বলে বরং রূঢ় ভাষায় কথা বলবেন।
ﻗﻞ ﻟﻠﻤﺆﻣﻨﺖ ﻳﻐﻀﻨﻦ ﻣﻦ ﺍﺑﺼﺎﺭﻫﻦ ﻭﻳﺤﻔﻈﻦ ﻓﺮﻭﺟﻬﻦ ﻭﻻ ﻳﺒﺪﻳﻦ ﺯﻳﻨﺘﻬﻦ ﺍﻻ ﻣﺎ ﻇﻬﺮ ﻣﻨﻬﺎ
তরজমা : (হে নবী!) মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও তাদের লজ্জাস্থানের হিফাযত করে। তারা যেন সাধারণত যা প্রকাশ থাকে তা ছাড়া নিজেদের আভরণ প্রদর্শন না করে। (সূরা নূর : ৩১)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু হারাম থেকে বাঁচার নিয়ত ও চেষ্টা আপনার রয়েছে, তাই আপনার গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...