ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি তাকে বলবেন সে যেন পর্দার আড়াল থেকে আপনাকে জিজ্ঞাসা করে।
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﺇِﺫَﺍ ﺳَﺄَﻟْﺘُﻤُﻮﻫُﻦَّ ﻣَﺘَﺎﻋًﺎ ﻓَﺎﺳْﺄَﻟُﻮﻫُﻦَّ ﻣِﻦ ﻭَﺭَﺍﺀ ﺣِﺠَﺎﺏٍ ﺫَﻟِﻜُﻢْ ﺃَﻃْﻬَﺮُ ﻟِﻘُﻠُﻮﺑِﻜُﻢْ ﻭَﻗُﻠُﻮﺑِﻬِﻦَّ
তোমরা তাঁর পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্যে এবং তাঁদের অন্তরের জন্যে অধিকতর পবিত্রতার কারণ। {সূরা আহযাব-৫৩}
তাকে বলার তারপরও যদি সে হঠাৎ সামনে চলে আসে, তাহলে সে যেন নিজ চক্ষুকে হেফাজতে রাখে,এবং আপনিও নিজ চক্ষুকে হেফাজতে রাখবেন।নিচের দিকে তাকিয়ে তার প্রশ্নের জবাব দিবেন।নরম ভাষায় কথা না বলে বরং রূঢ় ভাষায় কথা বলবেন।
ﻗﻞ ﻟﻠﻤﺆﻣﻨﺖ ﻳﻐﻀﻨﻦ ﻣﻦ ﺍﺑﺼﺎﺭﻫﻦ ﻭﻳﺤﻔﻈﻦ ﻓﺮﻭﺟﻬﻦ ﻭﻻ ﻳﺒﺪﻳﻦ ﺯﻳﻨﺘﻬﻦ ﺍﻻ ﻣﺎ ﻇﻬﺮ ﻣﻨﻬﺎ
তরজমা : (হে নবী!) মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও তাদের লজ্জাস্থানের হিফাযত করে। তারা যেন সাধারণত যা প্রকাশ থাকে তা ছাড়া নিজেদের আভরণ প্রদর্শন না করে। (সূরা নূর : ৩১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু হারাম থেকে বাঁচার নিয়ত ও চেষ্টা আপনার রয়েছে, তাই আপনার গোনাহ হবে না।