আসসালামু আলাইকুম
স্ত্রীর লজ্জা স্থানে চুম্বন করা হয়েছে, স্তনে চুম্বন করা হয়েছে, স্ত্রীর উপরে শয়ন অবস্থায় ছেলের নিজের পায়জামায় বীর্যপাত হয়, কিন্তু সহবাস হয় করা হয় নি। অর্থাৎ স্বামী স্ত্রীর যৌনাঙ্গ স্পর্শ কোনোক্রমেই হয়নি। এমন স্ত্রীকে তিন তালাক দেওয়া হয়েছে এক সাথে। তাহলে তালাক হয়ে গেছে।
হুযুর আপনার কাছে প্রশ্ন করছিলাম যে, এই মহিলাটিকে কি ইদ্দত পালন করতে হবে? আপনি রায় দিয়েছিলেন সহবাসের পুর্বে তালাক দিলে ইদ্দত পালন করতে হয় না। পরে মহিলাটি অন্য জায়গায় বিয়ে করে, এবং তার বর্তমান স্বামী, মহিলাটির যে আগে বিয়ে হইছে সেই ঘটনাটি জানার পর সেও বাসর করার পূর্বে (মহিলাটিকে কোনো স্পর্শ করেনি) সেও তিন তালাক দিয়ে দেয়। পরে সেই মহিলাটি তার পূর্বেকার স্বামীকে অর্থাৎ যে প্রথমে তিন তালাক সেই পূর্বেকার স্বামিকে আবার লুকিয়ে বিয়ে করে।
হুযুরে কাছে প্রশ্ন : প্রথম স্বামী যার সাথে সহবাস হয়নি কিন্তু লজ্জা স্থানে চুম্বন স্তনে চুম্বন হয়েছে এবং মেয়েটির উপরে শায়িত অবস্থায় ছেলের নিজের পায়জামায় বীর্যপাত হয়, কিন্তু তাদের যৌনাঙ্গ স্পর্শ হয়নি। এই স্বামীকে বিয়ে করা কী মহিলাটির শুদ্ধ হবে?