ছেলে মেয়ে উভয়কে উভয় বিয়ে করার জন্য পছন্দ করেছে। বাবা মাও রাজি। তবে পড়া লেখা শেষ করার পর। তারা একই ক্লাসে পড়ে। একই ভার্সিটিতে। তবে হারাম সম্পর্কে লিপ্ত নয়। তবে লিপ্ত হওয়ার সম্ভাবনাও কম নয়। এখনো অব্ধি তারা নিজেদের কন্ট্রোল করে রাখছে হারাম থেকে। কিন্তু বাবা মায়ের একটাই কথা, পড়া শেষ হোক, এরপর বিয়ে। এই ক্ষেত্রে কি তারা নিজেরা বিয়ে করে রাখতে পারবে? একসাথে থাকার জন্য নয়। শুধু মাত্র বাইরে একসাথে চলা ফেরা করার জন্য। যাতে তারা নিজেরা নিজেদের কন্ট্রোল করতে যেই কষ্ট সহ্য করতে হচ্ছে, তা হতে পরিত্রাণ পেতে পারে। তবে সেটা কোন ভাবেই তাদের পরিবার জানবে না। পরবর্তিতে তাদের আবার বিয়ে হবে পারিবারিক ভাবে। কিন্তু তারা যে আগে থেকেই বিবাহিত, সেটা কেবল তারাই জানবে। এটা কি উত্তম হবে? নাকি শত কষ্ট হলেও অপেক্ষা করে থাকবে পরিবারের জন্য, সেটা উত্তম হবে?
edited: লুকিয়ে বিয়ে করলেও ছেলের বড় বোন জানবে এবং মেয়ের মায়ের অনুমতি থাকবে।