আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
198 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (55 points)
১/ এই টা কি সত্য?

জান্নাতের কিছু নিয়ামত সমুহঃ
.
জান্নাতে সর্ব প্রথম গান শোনাবেন হুরেরা,
তাতে কেটে যাবে ৭০ হাজার বছর,
জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে
মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে,
আর জান্নাতের হুরদের সাথে সুর মিলাবে।
সুরের মুর্ছনায় গোটা জান্নাত মুখরিত হয়ে
যাবে।
.
আল্লাহ্ তখন জান্নাত বাসীদের কাছে
জানতে
চাইবেন, "কেমন লাগলো?"
সকলেই জবাব দিবে, খুব ভাল,
আল্লাহ্ বলবেন, এর চেয়েও ভাল শোন,
জান্নাত বাসী বলবে "হে আল্লাহ্ এর চেয়ে
ভাল কি?"
তখন আল্লাহ্ হযরত দাউদ (আঃ) কে ডাক দিয়ে
বলবেন,
"হে দাউদ এবার তুমি শুনাও"।
দাউদ (আঃ) বলবেন,
"হে আল্লাহ্ আমার কন্ঠ তো দুনিয়াতে
ছিল যবুর শরীফে",
আল্লাহ্ বলবেন, "তোমার কন্ঠ
ফিরিয়ে দিলাম, কোরআন শরীফ শোনাও"।
হযরত দাউদ(আঃ) কোরআনের সূরা তোয়াহা
শোনাবেন!
জান্নাত বাসী মুগ্ধ হয়ে যাবে।
.
আল্লাহ্ আবার বলবেন, "কেমন লাগলো?"
জান্নাতিরা বলবে, "মারহাবা, খুব ভাল
লাগলো।"
আল্লাহ্ বলবেন, "এর চেয়ে ভাল শোন.!"
জান্নাত বাসীরা বলবে, "হে আল্লাহ্ এর চেয়ে
ভাল কি হতে পারে?"
আল্লাহ্ পাক রসুলুল্লাহ্ (সাঃ) কে বলবেন, "হে
আমার প্রিয় হাবিব এবার আপনি ওদের
শোনান!"
রাসুলুল্লাহ্ (সাঃ) কোরআনের হৃদয় সুরা ইয়াসিন
তেলাওয়াত করবেন।
পুরা জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর
ধ্বনি তুলবে, "আল্লাহু আকবার "।
.
আল্লাহ্ আবারও জানতে চাইবেন, কেমন
লাগলো?
জান্নাতবাসীরা বলবেন, আল্লাহ্ সবকিছু
থেকে এটাই বেশি ভাল লাগলো!
আল্লাহ্ বলবেন, "এর চেয়েও ভাল আছে.!"
জান্নাতবাসী অবাক হয়ে বলবে, "আল্লাহ্ এর
চেয়ে ভাল কিছু আছে??"
আল্লাহ্ জবাব দিবেন, "এর চেয়ে ভাল যা তা
হলো তোমাদের রব!
আল্লাহ্ বলবেন, "রিজওয়ান(একজন ফেরেস্তা)
পর্দা সরিয়ে দাও, আজ আমার
বান্দা আমার দীদার করবে, আমাকে দেখবে।
.
"আল্লাহু আকবার"! পর্দা সরে যাবে ও সবাই
আল্লাহর দীদার লাভ করবে..!!।
আল্লাহকে দেখার পরে বান্দা অস্থীর হয়ে
যাবে, তখন জান্নাতের হুর কি? শরাব কি ? নহর
কি? ফল কি? সব কিছুকে মূল্যহীন মনে হবে.!!
বান্দা বলবে, "আল্লাহ্ কিছুই চাইনা, শুধু তোমার
দীদার চাই!
তোমাকে দেখতে চাই..!!
এরপর আল্লাহ সূরা আর-রহমান পাঠ করবেন।
আর মানুষ শুনে হাজার হাজার বছর বেহুশ হয়ে
পড়বে। আল্লাহর হুকুমে হুশ আসবে।
.
আল্লাহু আকবার.....!!!

সবাই মন থেকে আলহামদুলিল্লাহ বলি।


২/দোকানে কাপড় সেল করার সময় কিছু পুতুল দেখা যায় যেগুলাকে জামা পরায় রাখা হয় আবার কিছু আছে যেগুলার হাত/পা/মাথা নেই কিন্তু মেয়েদের মতো অবয়ব থাকে এগুলাতে কাপড় ঝুলায় রাখে এই ধরনের পুতুলে কাপড় রেখে বিক্রি করা কি জায়েজ?


৩/এক বোনের দাদীর অনেক গুলো কাপড় আছে উনি মারা গেছে এবং ওনারও কাপড় আছে তো উনি চাচ্ছে সেগুলা দান করে দিতে এতগুলা কাপড় রেখে কি করবে কিন্তু তার মা বলতেছে যে এগুলা দান করলে উনি দাবি ছাড়বেন না।এগুলা দান করলে অনেক রাগ করতেছেন তিনি বলতেছে দানবীর হয়েছ?এখন তার কি করা উচিত?

৪/অনেক সময় দেখা যায় যে মেয়ে পর্দা করে কিন্তু পরিবারের কেউ পর্দা করেনা।মেয়েটা যদি কখনো অজ্ঞান হয়ে যায় বা হুশ না থাকে সে সময় যদি তাকে নন মাহরাম দেখে ফেলে এতে কি তার পাপ হবে?


৫/এক বোনের হাসবেন্ড তার চেহারা পছন্দ করেনা।তিনি অনেক চেষ্টা করে তার হাসবেন্ড কে খুশি করার কিন্তু পারেনা।তিনি পরকিয়ায় লিপ্ত।উনি বলতেছেন যে সে আমাকে বিয়ে করছে ওর বাবা মায়ের খেদমত করার জন্য কিন্তু সে আমাকে একদম পছন্দ করেনা।আপুটা আত্মহত্যা করার ও পদক্ষেপ নিছিল।এখন কি করবে আপুটা?

1 Answer

0 votes
by (566,940 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
হাদীস শরীফে এসেছেঃ- 

وَعَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ فِي الْجَنَّةِ لَمُجْتَمَعًا لِلْحُورِ الْعِينِ يَرْفَعْنَ بِأَصْوَاتٍ لَمْ تَسْمَعِ الْخَلَائِقُ مِثْلَهَا يَقُلْنَ: نَحْنُ الْخَالِدَاتُ فَلَا نَبِيدُ وَنَحْنُ النَّاعِمَاتُ فَلَا نَبْأَسُ وَنَحْنُ الرَّاضِيَاتُ فَلَا نَسْخَطُ طُوبَى لِمَنْ كانَ لنا وَكُنَّا لَهُ .

’আলী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: জান্নাতের হুরগণ এক জায়গায় সমবেত হয়ে উঁচুস্বরে এমন সুন্দর লহরীতে গাইবে, সৃষ্ট জীব সেই ধরনের লহরী কখনো শুনতে পায়নি। তারা বলবে, আমরা চিরদিন থাকব, কখনো ধ্বংস হব না। আমরা সর্বদা সুখে-সানন্দে থাকব, কখনো দুঃখ ও দুশ্চিন্তায় পতিত হব না। আমরা সদা খুশি থাকব কখনো নাখোশ হব না। অতএব তাকে ধন্যবাদ, যার জন্য আমরা এবং আমাদের জন্য যিনি।
(তিরমিযী ২৫৬৪,মুসনাদে আহমাদ ১৩৪২.মিশকাত ৫৬৪৯)

অন্য এক রিওয়ায়াতে এসেছে, সাহাবীরা বলেন, আমরা বললাম, হে আবূ হুরায়রাহ্ (রাঃ)! সেই গানটি কি হবে? তিনি বলেন, তা হবে আল্লাহর তাসবীহ ও প্রশংসা এবং তার পবিত্রতা বর্ণনা করা। (তুহফাতুল আহওয়াযী হা. ৫৬৪৯)


আল্লামা ইবন কাসির (রা.) বলেন, হজরত দাউদ (আ.) কিয়ামতের দিন আরশে আজিমের স্তম্ভের কাছে দণ্ডায়মান থাকবেন। আল্লাহ তখন বলবেন, হে দাউদ! দুনিয়ায় তুমি যে মধুর সুরে আমার প্রশংসা ও মহত্ত্ব প্রকাশ করতে, সে রকম মধুর সুরে আজ আমার প্রশংসা ও মহত্ত্ব প্রকাশ করো। দাউদ বলবেন, হে আল্লাহ! আপনি তো সে সুর আমার থেকে উঠিয়ে নিয়েছেন। এখন আমি কীভাবে প্রশংসা করব। আল্লাহ বলবেন, আজ আমি আবারও তোমাকে সে সুর ফিরিয়ে দিচ্ছি। সুতরাং প্রশংসা করো। এরপর দাউদ সুমধুর সুরে প্রশংসা করবেন। আর সে সুরে জান্নাতবাসীরা মুগ্ধ হবে।’ (কাসাসুল আম্বিয়া, পৃষ্ঠা: ৬১৮)


وَعَنْ صُهَيبٍ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ إِذَا دَخَلَ أَهْلُ الجَنَّةِ الجَنَّةَ يَقُولُ اللهُ تَبَارَكَ وَتَعَالٰـى: تُريدُونَ شَيئاً أَزِيدُكُمْ ؟ فَيَقُولُونَ : أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا ؟ أَلَمْ تُدْخِلْنَا الجَنَّةَ وَتُنَجِّنَا مِنَ النَّارِ ؟ فَيَكْشِفُ الحِجَابَ فَمَا أُعْطُوا شَيْئاً أَحَبَّ إلَيْهِمْ مِنَ النَّظَرِ إلَى رَبِّهِمْ رواه مسلم

সুহাইব (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে, তখন মহান বরকতময় আল্লাহ বলবেন, ’তোমরা কি চাও যে, আমি তোমাদের জন্য আরো কিছু বেশি দিই?’ তারা বলবে, ’তুমি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দাওনি? আমাদেরকে তুমি জান্নাতে প্রবিষ্ট করনি এবং জাহান্নাম থেকে মুক্তি দাওনি?’ অতঃপর আল্লাহ (হঠাৎ) পর্দা সরিয়ে দেবেন (এবং তারা তাঁর চেহারা দর্শন লাভ করবে)। সুতরাং জান্নাতের লব্ধ যাবতীয় সুখ-সামগ্রীর মধ্যে জান্নাতীদের নিকট তাদের প্রভুর দর্শন (দীদার)ই হবে সবচেয়ে বেশী প্রিয়।’’ (আহমাদ ৪/৩৩২, মুসলিম ৪৬৭)


حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَهُ يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ نَاسٌ يَا رَسُولَ اللَّهِ أَنَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ قَالَ " هَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ الشَّمْسِ فِي الظَّهِيرَةِ لَيْسَتْ فِي سَحَابَةٍ " . قَالُوا لاَ . قَالَ " هَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ لَيْسَ فِي سَحَابَةٍ " . قَالُوا لاَ . قَالَ " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تُضَارُّونَ فِي رُؤْيَتِهِ إِلاَّ كَمَا تُضَارُّونَ فِي رُؤْيَةِ أَحَدِهِمَا " .

ইসহাক ইবন ইসমাঈল (রহঃ) ..... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা সাহাবীগণ জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি আমাদের মহান রবকে কিয়ামতের দিন দেখতে পাব? তিনি বলেনঃ যখন আকাশে কোন মেঘ থাকে না, তখন দুপুরের সূর্য দেখতে তোমাদের কি কোন অসুবিধা হয়? তারা বলেনঃ না এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পূর্ণিমার রাতে আকাশে যখন কোন মেঘ থাকে না, তখন ঐ চাঁদকে দেখতে তোমাদের কি কোন অসুবিধা হয়? তারা বলেনঃ না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যাঁর নিয়ন্ত্রণে আমার জীবন, তাঁর শপথ! সূর্য ও চাঁদ দেখতে তোমাদের যেমন অসুবিধা হয় না, এরূপ মহান আল্লাহ্র দর্শনে তোমাদের কোন অসুবিধা হবে না।
(আবু দাউদ ৪৬৫৫)

মুহাম্মদ ইবনু আবূ উমর (রহঃ) ..... আবূ হুরাইরাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল! কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাব? জবাবে তিনি বললেন, আকাশে মেঘ না থাকাবস্থায় দুপুরের সময় সূর্য দেখতে তোমাদের কোন কষ্ট হয় কি? সাহাবাগণ বললেন, জী না। অতঃপর তিনি বললেন, আকাশে মেঘ না থাকাবস্থায় পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোন কষ্ট হয় কি? সাহাবাগণ বললেন, জী না। তারপর তিনি বললেন, ঐ সত্তার কসম! যার হাতে আমার জীবন! চন্দ্ৰ-সূৰ্য কোন একটি দেখতে তোমাদের যেরূপ কষ্ট হয় না, তোমাদের রবকেও দেখতে তোমাদের ঠিক তদ্রুপ কষ্ট হবে না। আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে। তখন তিনি বললেন, হে অমুক! আমি কি তোমাকে সম্মান দান করিনি, কর্তৃত্ব দান করিনি, জোড়া মিলিয়ে দেইনি, ঘোড়া-উট তোমার কাজে লাগিয়ে দেইনি এবং সুখ-স্বাচ্ছদের মাঝে তোমার পানাহারের ব্যবস্থা করিনি? জবাবে বান্দা বলবে, হ্যাঁ, হে আমার রব। তারপর তিনি বলবেন, তুমি কি মনে করতে যে, তুমি আমার মুখোমুখী হবে? সে বলবে, না, তা মনে করতাম না। তিনি বললেন, তুমি যেরূপভাবে আমাকে ভুলে গিয়েছিলে তদ্রুপভাবে আমিও তোমাকে ভুলে যাচ্ছি।

অতঃপর দ্বিতীয় অপর এক ব্যক্তির আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। তখন তিনি তাকেও বলবেন, হে অমুক! আমি কি তোমাকে সম্মান দান করিনি, নেতৃত্ব দেইনি, তোমার পরিবার (জোড়া মিলিয়ে) দেইনি, উট-ঘোড়া তোমার কাজে লাগিয়ে দেইনি এবং সুখ-স্বাচ্ছন্দ্যে পানাহারের জন্য তোমাকে কি সুবিধা করে দেইনি? সে বলবে, হ্যাঁ করেছেন। হে আমার পালনকর্তা! তারপর তিনি বললেন, আমার সাথে তোমার সাক্ষাৎ হবে এ কথা তুমি মনে করতে? সে বলবে, না। তখন আল্লাহ তা’আলা বলবেন, তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিলে অনুরূপভাবে আমিও তোমাদেরকে ভুলে যাব। তারপর তৃতীয় অপর এক ব্যক্তির আল্লাহর সাথে দেখা হবে। এরপর তিনি আগের মতো অবিকল বলবেন। তখন লোকটি বলবে, হে আমার প্রতিপালক! আমি আপনার প্রতি এবং কিতাব ও রসূলগণের প্রতি ঈমান এনেছি। আমি সালাত আদায় করেছি, সাওম পালন করেছি এবং সাদাকা করেছি। এমনিভাবে সে যথাসাধ্য নিজের প্রশংসা করবে। এমতাবস্থায় আল্লাহ তা’আলা বলবেন, এখনই তোমার মিথ্যা প্রকাশিত হয়ে যাবে।

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তারপর তাকে বলা হবে, এখনই আমি তোমার উপর আমার সাক্ষী উপস্থিত করব। তখন বান্দা মনে মনে চিন্তা করতে থাকবে যে, কে তার বিপক্ষে সাক্ষী দিবে? তখন তার জবান বন্ধ করে দেয়া হবে এবং তার উরু, মাংস ও হাড়কে বলা হবে, তোমরা কথা বলো। ফলে তার উরু, মাংস ও হাড় তার আমলের ব্যাপারে বলতে থাকবে। এ ব্যবস্থা এজন্য করা হবে যেন, আত্মপক্ষ সমর্থন করার কোন সুযোগ তার অবশিষ্ট না থাকে। এ ব্যক্তি হচ্ছে মুনাফিক যার প্রতি আল্লাহ তা’আলা অসন্তুষ্ট। (মুসলিম ৭৩২৮.ইসলামিক ফাউন্ডেশন ৭১৬৯, ইসলামিক সেন্টার ৭২২২)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে আপনি যেভাবে উল্লেখ করেছেন,হুবহু এইভাবে কোনো হাদীসে পাইনি। 

তবে আংশিক কিছু হাদীস মিলে পেয়েছি,যাহা উপরে উল্লেখ করা হলো।

(০২)
এ ধরনের কার্যক্রম জায়েজ নেই।
এতে গুনাহ হবে।

তবে এর দরুন কাপড় বিক্রয়ের টাকা হারাম হবেনা।

(০৩)
এক্ষেত্রে সেই কাপড় গুলো তার ওয়ারিশদের মাঝে বন্টন করে দিতে হবে।

(০৪)
এতে তার পাপ হবেনা।

(০৫)
এক্ষেত্রে কিছু কৌশল ও কর্মপন্থার পরামর্শঃ-


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...