আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর আমার খুবই ওয়াসওয়াসা আছে। হুজুর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম , দিয়ে একটা মন্দির এর নাম দেখলাম , দিয়ে মনে মনে এমন হচ্ছে সেই নাম আমার আস্তাগিরুল্লাহ । হুজুর মনে মনে শয়তানের ওয়াসওয়াসা র জন্য এমন মনে হয়েছে । আমি মুখে উচ্চরণ করিনি যা হয়েছে মনে মনে আমি মুখে উচ্চরণ করিনি। হুজুর আমার ঈমান চলে যাবে না তো? ঈমান ঠিক আছে তো?
২. হুজুর আপনাদের কে বললাম এর জন্য ঈমানের কোনো সমস্যা হবে না তো?
৩. হুজুর আমার খুব ওয়াসওয়াসা, বিষয় হলো, আমি বিছানাতে শুয়ে আছি, দিয়ে পা এর ওপর পা দিয়ে পা টাকে ঘষা ঘষি করছি, দিয়ে মনে হচ্ছে আমি যেনো তালাক কথা টা লিখছি। আসলে আমি পা এর ওপর পা দিয়ে পা টাকে ঘষছি । হুজুর দিয়ে মনে মনে এমন হচ্ছে " তা" কথাটা লিখে ফেলেছি আর দুটো শব্দ বাকি এই রকম মনে মনে হচ্ছে।
হুজুর পা এর ওপর পা দিয়ে যদি ঘষা ঘষি করি দিয়ে মনে মনে এমন হয় বাকি শব্দ লিখে ফেলছি তাহলে কি তালাক হবে?
হুজুর এমনি পা এর ওপর পা দিয়ে ঘষলে এমন মনে মনে হয়ে যাচ্ছে । হুজুর এমনি ওয়াসওয়াসা র জন্য এমন মনে হচ্ছে হুজুর পা এর ওপর পা দিয়ে ঘষা ঘষি করে যদি মনে মনে হয় তালাক কথা টা লিখছি তাহলে কি তালাক হবে? আসলে আমি কোনো শব্দ বা কথা লিখছিনা এমনি পা এর পা দিয়ে এমনি ঘষলে এমন মনে মনে হয়ে যাচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। হুজুর আমি শুয়ে আছি পা এর ওপর পা দিয়ে ঘষলে মনে মনে যদি তালাক কথা টা লিখছি এমন মনে হয় তাহলে কি তালাক হয়ে হবে?
৩.১ হুজুর আমি যদি আবার পা এর ওপর পা দিয়ে এমনি ঘষা ঘষি করি দিয়ে মনে মনে এমন হয় তালাক কথা টা লিখছি তাহলে তালাক হবে না তো?
৪. হুজুর এই খানে প্রশ্ন করতে গিয়ে তালাক কথাটা লিখতে হয়েছে, তখন শয়তানের ওয়াসওয়াসা তে মনে হচ্ছে যেনো সত্যি সত্যি লিখছি আসলে শয়তানের ওয়াসওয়াসা হুজুর এর জন্য তালাক হবে না তো?
৫. হুজুর আপনাদের কে সমস্ত কথা বললাম এর জন্য কোনো তালাক হবে না তো?