আসসালমুআলাইকুম হুজুর,
১ হুজুর রাত্রে শুয়ে ছিলাম, দিয়ে হালকা ঘুম ঘুম ভাব ছিল , আমি কিছু একটা কথা বললাম। দিয়ে মনে মনে তালাক কথা টা হয়েছে , মুখে উচ্চরণ করিনি। দিয়ে সঙ্গে সঙ্গে ভয় হয়ে জাই আমি কি বললাম বলে , দিয়ে আমি নিজে নিজে একবার চেক করলাম অন্যকথা বলে । আর তালাক কথা টা মনে মনে বলে চেক করলাম, উচ্চরণ করিনি। এখন আমার ওয়াসওয়াসা র জন্য ভয় হচ্ছে উচ্চরণ করলাম নাকি তাই বলে, আমি উচ্চরণ করিনি। আর যদি উচ্চরণ হয়ে থাকে আমার একটু ও মনে নেই আমার এখন মনেই পড়ছে না ঠিক ভাবে। আমি কি বলেছি না বলেছি সেই ভাবে কিছু মনে পড়ছে না। হুজুর এক্ষেত্রে কোনো তালাক হবে না তো?
২.. এই খানে প্রশ্ন করতে গিয়ে যখন তালাক কথা টা লিখছি তখন মনে হচ্ছে যেনো স্ত্রী কে বলছি, এই রকম মনে মনে ভাবনা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছে যেনো সত্যি সত্যি লিখছি বা বলছি , হুজুর মনে মনে এমন ভাবনা হচ্ছে এর জন্য তালাক হবে না তো ?
৩. হুজুর মনে মনে এমন ভাবনা হচ্ছিলো ifatawa তে প্রশ্ন করলে তালাক মনে মনে এমন হলো, হুজুর আমি প্রশ্ন করলাম কোনো তালাক হবে না তো?
৪. হুজুর আমার ওয়াসওয়াসা আছে, হুজুর হিন্দু ধর্ম নিয়ে মনে মনে খুব বাজে বাজে ভাবনা চলে আসছে , যা মুখে উচ্চরণ করলে ঈমান চলে যাবে। কিন্তু আমি মুখে একদমই উচ্চরণ করছিনা আর করতে ও পারিনা। হুজুর আমি ভাষা তে প্রকাশ করতে পারছিনা , খুব বাজে বাজে ভাবনা চলে আসছে। হুজুর যতই বাজে বাজে ভাবনা চলে আসুক না কেনো আমি তো মুখে উচ্চরণ করছিনা , হুজুর আমার ঈমান ঠিক আছে তো? যা হচ্ছে মনে মনে , মুখে উচ্চরণ করছিনা, হুজুর ঈমান ঠিক থাকবে তো?
৫. হুজুর এই খানে বিষয় টা বললাম তার জন্য ঈমান চলে যাবে না তো? ৪ নম্বর প্রশ্ন তে সমস্ত বিষয় টা বললাম বা হিন্দু শব্দ টা লিখতে হয়েছে এর জন্য ঈমান চলে যাবে না তো? আমার খুবই ভয় হচ্ছে হুজুর আমার ঈমান ঠিক আছে তো?
৬. হুজুর কিছু দিন থেকে মনে মনে এমন হচ্ছে যদি কোনো মেয়ের দিকে তাকাই তাহলে তালাক। এই রকম মনে মনে হচ্ছে মুখে উচ্চরণ করিনি যদি কোনো মেয়ের দিক এ তাকাই তাহলে কি তালাক হবে?
৬.১ এই খানে প্রশ্ন টা করতে গিয়ে মনে মনে এমন হচ্ছে যে আমি সত্যি বলছি , যদি প্রশ্ন করি তাহলে তালাক এই রকম মনে মনে হচ্ছে। হুজুর আমি তো প্রশ্ন করলাম এর জন্য তালাক হবে না তো? , হুজুর এই রকম ভাবনার জন্য তালাক হবে না তো?
৬.২ হুজুর আপনাদের কে বললাম , এর পর যদি কোনো মেয়ের দিক এ তাকাই তাহলে তালাক হবে না তো?
এই সব আমার ওয়াসওয়াসা র জন্য হচ্ছে।