আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
186 views
in পবিত্রতা (Purity) by (1 point)
edited by
আসসালামু আলাইকুম
অযু করা অবস্থায় হাওয়া বের হলে কি ১ম থেকে অযু করতে হবে? যদি অঙ্গগুলি ভেজা থাকে তাহলেও প্রথম থেকে করতে হবে?

1 Answer

0 votes
by (678,880 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

শরীয়তের বিধান হলো অযু করা অবস্থায় যদি বায়ু বের হয়,বা অযু ভেঙ্গে যাওয়ার অন্য কোনো কারন পাওয়া যায়,তাহলে নতুন করে অযু শুরু করতে হবে।
(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ ঢাবিল ৫/৬০,কিতাবুন নাওয়াজেল ৩/৬৯)
,
তব শুধু বায়ু বের হওয়ার সন্দেহ হলেই বায়ু বের হয়েছে বলে ধরা হবেনা।
বরং প্রবল ধারনা থাকতে হবে।
হাদীস শরীফে এসেছেঃ   
أخرج أحمد عن أبي ہریرۃ رضي اللّٰہ تعالیٰ عنہ قال: قال رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم: لا وضوء إلا من صوت أو ریح۔ (مسند أحمد ۲؍۴۷۲ رقم: ۱۰۰۹۵، سنن الترمذي ۱؍۲۳ رقم: ۷۵)
সারমর্মঃ রাসুলুল্লাহ সাঃ বলেছেন বায়ু বের হওয়ার আওয়াজ হলে অথবা গন্ধ বের হলে অযু করতে হবে।

আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত,  নিশ্চয় রাসুলুল্লাহ ﷺ বলেছেন,

إِنَّمَا الْوُضُوءُ مِمَّا خَرَجَ ، وَلَيْسَ مِمَّا دَخَلَ
শরীর থেকে যা কিছু বের হয় এ কারণে অযু ভেঙ্গে যায়, প্রবেশের দ্বারা ভঙ্গ হয় না।
 (সুনানে কুবরা লিলবায়হাকী ৫৬৮)

سُئلت عمن أحدث أثناء وضوئہ ہل یکفیہ إتمامہ لذٰلک الوضوء أو یلزمہ الاستیناف؟ فالجواب أنہ یلزمہ الاستیناف کما أفتی شیخ الإسلام علی الاٰفندي۔ (فتاویٰ الکاملیۃ ۱۰، بحوالہ حاشیۃ: فتاویٰ محمودیہ ۵؍۶۰ ڈابھیل)
সারমর্মঃ অযু করা অবস্থায় যদি অযু ভেঙ্গে যাওয়ার কারন পাওয়া যায়,তাহলে সেই অযু পূর্ণ করা যথেষ্ট নয়,বরং নতুন করে অযু শুরু করতে হবে।

لو ضرب یدیہ فقبل أن یمسح أحدث لا یجوز المسح بتلک الضربۃ کما لو أحدث في الوضوء بعد غسل بعض الأعضاء۔ (الفتاوی الہندیۃ ۱؍۲۶، غنیۃ المتملي ۱۵ لاہور)
সারমর্মঃ অযুর রত অবস্থায় কিছু অঙ্গ ধোয়ার পর যদি অযু ভেঙ্গে যায়,সেই অযু জায়েজ হবেনা।
আবার অযু করতে হবে।    

حتی لو أحدث بعد الضرب أو أصابہ التراب فمسحہ… علی ما اختارہ شمس الأئمۃ لا یجوز لجعلہ الضرب رکناً کما لو أحدث بعد غسل عضو وہو قول السید أبي شجاع وصححہ صاحب الخلاصۃ۔ (مراقي الفلاح ۱۲۱، کذا في الأشباہ والنظائر ۲؍۶ إدارۃ القرآن کراچی)
সারমর্মঃ অযুর রত অবস্থায় কিছু অঙ্গ ধোয়ার পর যদি অযু ভেঙ্গে যায়,সেই অযু জায়েজ হবেনা।
আবার অযু করতে হবে।    

و(ینقضہ) خروج غیر نجس مثل ریح۔ (درمختار مع الشامي ۱؍۲۶۳)
নাপাক নয়,যেমন বায়ু, তাহা বের হলেও অযু ভেঙ্গে যাবে। 
  
الغائط یوجب الوضوء… وکذٰلک الریح الخارجۃ من الدبر۔ (الفتاویٰ التاتارخانیۃ ۱؍۱۳۱ زکریا) 
পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হলেও অযু ভেঙ্গে যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...