আসসালামু আলাইকুম
১৬ বছর বয়সে বাবা মা কে না জানিয়ে হারাম সম্পর্ক থেকে বাঁচতে বিয়ে করেছিলাম। ছেলে অনেক ভালো ছিল, তার কোনো দোষ ছিল না, তবে সে ছোট ঘরের ছিল, আমাদের কুফু মিলে নাই। আমার পরিবার কে সে নিজেই জানিয়েছিল, কিন্তু আমাদের মধ্যে কথা ছিল পরিবারকে না জানানোর। আমার পরিবার কে জানালে আমার পরিবার তালাকের জন্য তাকে বলেন, তারপর অনেক ঝামেলার পর আমাদের তালাক হয়ে যায়, আমি মোহরানা নেই নাই তার কাছে। আমি জানি না তালাক কার পক্ষ থেকে হয়েছে, আমি জাস্ট সিগনেচার করেছিলাম, সে তালাক দিতে চায় নাই এই বিষয়ে একটু ঝামেলা হইছিলো৷, তবুও সিগনেচার করেছে, এখন জানতে চাচ্ছি আমাদের বিয়ে আর তালাক কি হয়েছে? আমার বয়স এখন ২১ চলছে, এখন বাসা থেকে আমাকে বিয়ে দিলে কি আমার বিয়ে সঠিক হবে৷?