আসসালমুআলাইকুম হুজুর,
আমি একজন চূড়ান্ত পর্যায়ের ওয়াসওয়াসা মানুষ। তিন বছর ধরে মানসিক রোগের ওষধ খাচ্ছি। আমার একটা না একটা ঈমানী চিন্তা লেগে থাকে। হুজুর আমার বিষয় টা একটু মনোযোগ দিয়ে বুঝবেন।
https://ifatwa.info/76804/ এই লিঙ্কের ৩, ও ৬ নম্বর প্রশ্নে , বলা হয়েছে উক্ত বাক্য জেনে বুঝে বললে ঈমান চলে যাবে। হুজুর আমি জানি উক্ত বাক্য বললে বা লিখলে ঈমান চলে যাবে। কিন্তু আমি তো আমার জন্য বলিনি বা লিখিনি।
হুজুর, বিষয় হলো , আমি ২ নম্বর প্রশ্নে উক্ত বাক্য টি আপনাকে বোঝানোর জন্য ব্যাবহার করেছি উক্ত বাক্য টি মনে মনে হয়েছিল । যেহেতু ২ নম্বর প্রশ্ন তে আপনাকে বোঝানোর জন্য , বাক্য টি ব্যবহার করেছি মানে লিখেছি, তাই আমার মনে মনে ভয় হয়ে জাই ঈমান নিয়ে , যেহেতু আমি বিশাল ওয়াসওয়াসা রুগী। তাই আমি ৩ নম্বর প্রশ্নে আপনাকে জিজ্ঞাসা করেছি যে , উক্ত বাক্য টি আপনাকে বোঝানোর জন্য ব্যাবহার করেছি, এর জন্য কি ঈমান চলে যাবে? সেইটা বলতে চেয়েছি। আর আপনাকে বিষয় টা বোঝানোর জন্য লিখেছি । হুজুর আমি জানি যে উক্ত বাক্য কেউ বললে ঈমান চলে যাবে, কিন্তু আমি তো আমার জন্য লিখিনি। আমি লিখেছি এই জন্য যে, উক্ত বাক্য ২ নম্বর প্রশ্নে যেহেতু ব্যাবহার করেছি আপনাদের কে বোঝানোর জন্য। তাই ৩ নম্বর প্রশ্নে জানতে চেয়েছি, যেহেতু বিষয় টা আপনাকে বোঝানোর জন্য লিখতে হয়েছে এর জন্য কি ঈমান চলে যাবে ? আল্লাহ কসম আল্লাহ কসম আমি আপনাকে বিষয় টা বোঝানোর জন্য বাক্য টি লিখেছি। আমার নিজের জন্য লিখিনি। @@@@@@@@@@@@@@@@@@@@@@@
১. হুজুর আশা করছি আমি আপনাকে ঘটনা টা বোঝাতে পেরেছি। , হুজুর উপরুক্ত লিঙ্কের উত্তর পড়ার পর ভয় তো হয়েছে, আবার মনে মনে শয়তানের ওয়াসওয়াসা তে মনে হচ্ছে আমি এমনি লিখেছি, ঠিক লিখেছি , ইচ্ছা করে লিখেছি, উত্তর দেখার পর শয়তানের ওয়াসওয়াসা তে এমন মনে হচ্ছিল সম্পূর্ণ শয়তানের ওয়াসওয়াসা তে এমন মনে মনে ভাবনা হয়েছে , । কিন্তু আসলে আমি আপনাকে বোঝানোর জন্যই লিখেছি। আল্লাহ কসম আমি আপনাকে বোঝানোর জন্য ই লিখেছি। আমার জন্য লিখিনি। হুজুর আমার ঈমান চলে গেলে শেষ হয়ে যাবো। হুজুর আর একটা কথা বলে রাখি , আমি যখন উক্ত বাক্য লিখছিলাম আমার মনে মনে কেমন হয়, ভয় হয়, তখন আমি মনে মনে ভাবলাম যে আমি তো নিজের জন্য বলছিনা , হুজুর কে বোঝানোর জন্য লিখতে হয়েছে তাতে তো কিছু হবে না । আসলে আমি নিজের জন্য লিখিনি, আসলে যেহেতু বাক্য ব্যাবহার করা হয়েছে তাই জানতে চেয়েছি যে প্রয়োজন এ আপনাকে বোঝাতে ব্যাবহার করেছি , এর জন্য তো কিছু হবে না। সেই ভেবে লিখেছি।আশা করি আমি ওয়াসওয়াসা রুগী সেটা বোঝাতে পেরেছি, আর আমার বক্তব্য টাও আমি বোঝাতে পেরেছি।
হুজুর সমস্ত ঘটনা অনুযায়ী আমার ঈমান ঠিক আছে তো???
২. আমার বৈবাহিক জীবন ঠিক আছে তো? আমার আমল নষ্ট হয়ে যায়নি তো?
৩. হুজুর শয়তানের ওয়াসওয়াসা তে উক্ত বাক্য মনে মনে হচ্ছে কিন্তু মুখে উচ্চরণ করছিনা, দিয়ে মনে মনে ভয় হলো উচ্চরণ হলো নাকি, দিয়ে মনে মনে ওই কথা টা ভাবছিলাম আর এমনি জিহ্ববা টা হালকা নড়েছে, জিহ্ববা নড়িয়ে উচ্চরণ করিনি, এমনি জিহ্ববা টা নড়লো, আর মনে মনে ওই কথা টা হলো, আমি জিহ্ববা নড়িয়ে উচ্চরণ করিনি।ঈমান চলে যাবে না তো?
৪. হুজুর তার পর থেকে মন্দির দেখেলে কেমন একটা লাগছে , সঙ্গে সঙ্গে আস্তাগিরুল্লাহ পড়ছি, তওবা করছি হুজুর ঈমান চলে যাবে না তো?
৫. হুজুর আমি খুবই ওয়াসওয়াসা রুগী আমার ক্ষেত্রে কি কোনো ছাড় নেই। ?
৬. হুজুর নামাজ পড়তে গিয়ে উক্ত বাক্য মনে পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে মন কে ঠিক করে নামাজ পড়েছি, হুজুর শয়তানের ওয়াসওয়াসা তে এমন মনে মনে হওয়ার জন্য কি ঈমান চলে যাবে?
৭. হুজুর আমি একটা মুভি দেখছিলাম , খুব ইমোশনাল সিন হচ্ছিলো, দিয়ে শুধু বার বার মনে হচ্ছে ঈমান চলে গেলো নাকি বার বার এই রকম মনে হচ্ছিল, দিয়ে মুভি দেখছিলাম ইমোশনাল হয়ে ছিলাম , দিয়ে মনে মনে এমন হলো যা ঈমান চলে যাবে যাক কা। আমি মুখে উচ্চরণ করিনি। হুজুর আমার ঈমান চলে যাবে না তো?
৮.হুজুর আমার ঈমান ঠিক আছে তো? আমাকে আর চিন্তা করতে হবে না তো? আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো?