আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
429 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (50 points)
closed by
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আমরা জানি বিয়ে শুদ্ধ হওয়ার জন্য দুজন স্বাধীন মুসলিম পুরুষ বা একজন পুরুষ আর দুজন মহিলা সাক্ষী প্রয়োজন। ধরেন আমার বিয়ে কথা সাক্ষীদ্বয় ব্যাতিত বাইরের কেউই জানে না। বিয়ের কয়েকদিন পরে সাক্ষীদ্বয়ের একজন বা দুজনই কাফির হয়ে গেল আর সে যে বিয়ের সাক্ষী ছিলো সেটা অস্বীকার করে বসলো। এখন আমার বিয়েও কি ভেঙে যাবে? যেহেতু কোন সাক্ষী নাই বিয়ের
closed

1 Answer

0 votes
by (597,330 points)
selected by
 
Best answer

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বিবাহ প্রচার প্রসারের সাথে হওয়ার জন্য রাসূলুল্লাহ  সাঃ তাকিদ করেছেন।
রাসূলুল্লাহ সাঃ বলে তোমরা দফ বাজিয়ে বিবাহের প্রচার প্রসার করো।
আল মাওসুআতুল ফেকহিয়্যাহ- কিতাবে সাক্ষীদ্বয়ের মুসলমান হওয়া সম্পর্কে বর্ণিত রয়েছে,
المَسألةُ الثَّالثةُ: الإسلامُ 
1- إذا كان الزَّوجانِ مُسلِمَينِ:
يُشتَرَطُ في الشُّهودِ الإسلامُ إذا كان الزَّوجانِ مُسلِمَينِ، وهذا باتِّفاقِ المَذاهِبِ الفِقهيَّةِ الأربَعةِ: الحَنَفيَّةِ  (11) ، والمالِكيَّةِ  (12) ، والشَّافِعيَّةِ  (13) ، والحَنابِلةِ  (14) .
الأدِلَّةُ:
أوَّلًا: مِنَ الكِتابِ
أ- قال تعالى: وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِنْكُمْ [الطلاق: 2].
وجهُ الدَّلالةِ:
أنَّ الكافِرَ ليس مِنَّا، ولو قُبِلَ شَهادةُ غيرِ المُسلِمين لم يكُنْ لِقَولِه تعالى: مِنْكُمْ فائِدةٌ  (15) .
ب- قال تعالى: وَلَنْ يَجْعَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا   [النساء: 141].
ثانيًا: أنَّ الكافِرَ ليس مِن أهلِ الوِلايةِ على المُسلِمِ  (16) .
ثالثًا: أنَّ شَهادةَ الكافِرِ حُجَّةٌ في حَقِّ الكافِرِ، وليست بحُجَّةٍ في حَقِّ المُسلِمِ، فكانت شهادتُه في حَقِّه مُلحَقةً بالعَدَمِ  (17) .
رابعًا: لأنَّ الكافِرَ غيرُ مأمونٍ  (18) .
2- إذا كان الزَّوجُ مُسلِمًا والمَرأةُ كِتابيَّةً:
يُشتَرَطُ الإسلامُ في الشُّهودِ إذا كان الزَّوجُ مُسلِمًا والمرأةُ كتابيَّةً، وهذا مَذهَبُ الشَّافِعيَّةِ  (19) ، والحَنابِلةِ  (20) ، وهو قَولُ مُحمَّدٍ وزُفَرَ مِن الحَنَفيَّةِ  (21) .
الأدِلَّةُ:
أوَّلًا: مِنَ الكِتابِ
1- قال تعالى: وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِنْكُمْ [الطلاق: 2].
2- قال تعالى: وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ [التوبة: 71].
ثانيًا: أنَّ الكافِرَ ليس مِن أهلِ الوِلايةِ على المُسلِمِ  (22) .
ثالثًا: أنَّ شَهادةَ الكافِرِ حُجَّةٌ في حَقِّ الكافِرِ، وليست بحُجَّةٍ في حَقِّ المُسلِمِ، فكانت شهادتُه في حَقِّه مُلحَقةً بالعَدَمِ 

মর্মার্থ, মুসলমানদের বিবাহে কাফিরের সাক্ষী গ্রহণযোগ্য নয়।


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মুসলমানদের বিবাহে কাফিরের সাক্ষী গ্রহণযোগ্য নয়।প্রশ্নের বিবরণ মতে যেহেতু বিবাহের সময়র সাক্ষীদয় মুসলমান ছিলো,তাই বিয়ে সংগঠিত হয়ে গেছে।বিয়ে একবার সংগঠিত হয়ে গেলে, সেটা ফাসিদ হয় না।তবে যেহেতু এখানে উক্ত দুই ব্যক্তি ব্যতীত বিয়ে সম্পর্কে আর কেউ জানেনা।তাই বিয়েকে তাজদীদ তথা আবার নতুন করে বিয়ে করে নিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...