আমি একজন ওয়াসওয়াসার রোগী। আমার এত পরিমানে ওয়াসওয়াসা যা আমি বলে বুঝাতে পারবোনা। দীর্ঘ দেড় বছর যাবত এই রোগে আক্রান্ত আমি। ডাক্তার দেখিয়েছে রোজ ৩/৪ টা ওষুধ খাওয়া লাগে। আমার ওয়াসওয়াসা হচ্ছে আমি অতিতে কি বলেছি কি বলিনি বলে থাকলে কোন নিয়তে বলিছি।এসব কিছুই মনে নেই। একটা কথা কয়েকভাবে মনে পড়ে , এখানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমি নিজেই বুঝতে পারছিনা। আদৌ কি আমি বলেছি কিনা , যদি বলেও থাকি ঘটনা ,সময় ,কোন কথার প্রেক্ষিতে বলেছি,কোন নিয়তে বলেছি কিছুই মনে পড়ছে না। এত এত প্রশ্ন করেছি যাদের কে প্রশ্ন করেছি তারা কেউ এখন আমার ফোন দেখলে রিসিভ করতে চায়না। এমন প্রশ্ন করেছি যেগুলো হয়তো আমি বলিইনি । কারো মুখ থেকে কোন কথা শুনলে , ফেসবুকে কারো স্টাটাস দেখলে , টিভিতে কেউ যদি কোন কথা বলে, ছবির কোন ডায়লগ শুনলে আমি ভাবতে থাকি আমি কি কখনো এগুলো আমার স্ত্রীকে বলেছি কিনা? বলে থাকলে কোন নিয়তে বলেছি? বিয়ের আগে বলেছি নাকি বিয়ের পর বলেছি। যতজনকে এই ব্যাপারে জিজ্ঞেস করি সবাই বলে ওয়াসওয়াসা। এগুলো কি আসলেই ওয়াসওয়াসা। আমি ঠিকমত কাজ করতে পারছিনা। কাজের সময় মাথায় এসব ঘুরে। আমি কিছুতেই এই চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে পারছিনা ।