আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
শায়েখ, আমি সদ্য মাস্টার্স শেষ করেছি। এখন বাসা থেকে সরকারি চাকরির মানে বি.সি.এসের জন্য প্রেসার দিচ্ছে।আপনিতো জানেন বাংলাদেশের চাকরির সেক্টরগুলোর অবস্থা! এখানে একদম ছেলেদের সাথে ইন্টারাকশন না করে উপায় নেই। আর গার্লস স্কুল, কলেজের টিচার আমি হতে পারবো না কারণ আমি যেই সাবজেক্টে পড়েছি সেটা একটা এপ্লাইড সাবজেক্ট যা স্কুল কলেজে নেই। সেজন্য এখান থেকে আমাদের টিচার হবার সুযোগ নেই স্কুলে বা কলেজের, শুধু প্রাইমারিতে আছে। আমার ভাই এটাও চায় না প্রাইমারিতে চাকরি করি, বলে বাচ্চাদের যন্ত্রনায় পাগল হয়ে যাবি। আব্বু মা বলে যেকোনো একটা চাকরি যাতে করি, একটা কিছু করলেই হলো। তারা চায় আমি ইনকাম করি কারণ তারা সারাজীবন থাকবে না আর পড়ে ভাইয়ার উপর কখনো যেন বোঝা না হয়ে যাই। আমি চাই শরয়ী সীমার মধ্যে করতে সবকিছু। আমি চাইনি কখনো ছেলেদের সামনে গিয়ে আমাকে কথা বলতে হোক, আবার পরিবারের সবার এত চিন্তা আমার জন্য। একদিকে বিয়ে হচ্ছে না আমার শারীরিক সমস্যার জন্য, তার উপর এসব চিন্তা। সব মিলিয়ে আমি ইস্তিখারা করেও কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। খুবই প্রেসারের মধ্যে আছি। এই অবস্থায় আপনি যদি আমাকে ইসলামের আলোকে আমার পরিস্থিতি বিবেচনা করে পরামর্শ দিতেন যে আমার কি করা উচিত তাহলে খুবই উপকার হতো।
জাযাকাল্লহু খয়রন।