আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
144 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (4 points)
edited by
আসসালমুআলাইকুম হুজুর,
১.হুজুর আমি হসপিটাল এ গিয়েছিলাম,একটা লোক একটা ডাক্তার কে  দেখে বলছে, আপনার চিকিৎসা পাওয়া মানে ভগবান কে পাওয়া। এইটা সুনে আমি বলেছি নাউজবিল্লা। কারণ ভগবান বলে তো কিছু নেই , আল্লাহ ই সব , আল্লাহ এক এবং অদ্বিতীয়।  হুজুর নাউজবিল্লা বলার জন্য কি ঈমান চলে যাবে,?
২.এই ঘটনা টা আমি বাড়িতে এসে আমার স্ত্রী কে বলছিলাম, দিয়ে স্ত্রী কে বলছি , ভগবান বলে তো কিছু নেই , এই কথা বলতে গিয়ে মুখ দিয়ে ভুল করে বেরিয়ে গিয়েছে আল্লাহ বলে কিছু নেই, আস্তাগিরুল্লাহ , । হুজুর ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে, অনিচ্ছা কৃত ভুল করে বেরিয়ে গিয়েছে,আল্লাহ কসম ভুল করে বেরিয়ে গিয়েছে,  আমি সঙ্গে সঙ্গে তৌবা করেছি , হুজুর আমার ঈমান চলে যাবে না তো??

৩. হুজুর আমার মা ভাত খাচ্ছিল , আমি সামনে বসে ছিলাম , হটাৎ আমি মা এর দিক তাকাই দেখি মা এর কাপড় ত ঠিক নেই, মা এর লজ্জাস্থান দেখা যাচ্ছিল, আমি একবার দেখে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিয়েছি, আর একবার তাকিয়ে ছিলাম ঠিক দেখা হচ্ছিলো কি না তাই বলে,  দিয়ে   মা কে বললাম মা তোমার কাপড় টা ঠিক করো। মা সঙ্গে সঙ্গে কাপড় টি ঠিক করে নিল। হুজুর আমি  একটুও উত্তেজিত  হইনি, আল্লাহ কসম আমি একটুও উত্তেজিত হয়নি আমার লিঙ্গ একটুও খাড়া হয়নি, , আমার সঙ্গে সঙ্গে ভয় হয়ে জাই হুরমত হয়ে যাবে বলে, হুজুর আমি একটু ও উত্তেজিত হয়নি।  একটুও উত্তেজিত হয়নি, হুজুর এক্ষেত্রে কি হুরমত হবে?

৪. হুজুর আমি যদি স্ত্রী সহবাস করার সময় মা  এর লজ্জাস্থান এর কথা মনে পড়ে তাহলে কি হুরমত হবে? বা আমার যদি পরে লিঙ্গ খাড়া হয় , মায়ের লজ্জাস্থানের কথা মনে পড়ে তাহলে কি হুরমত হবে? ( Plz বলবেন)

1 Answer

0 votes
by (583,020 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার ঈমান চলে যাবেনা। 

(০২)
মহান আল্লাহ তা'আলা ইরশাদ করেন,
 ( رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا )
হে আমাদের রব,আমাদের কে পাকরাও করবেন না,যদি আমি ভূলে যাই কিংবা অজ্ঞতা বশত কিছু করে ফেলি।
সূরা বাকারা-২৮৬

وقوله تعالى : (وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا) الأحزاب/ 5 .
। এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।

রাসূলুল্লাহ সাঃ বলেন,
وقوله صلى الله عليه وسلم : ( إِنَّ اللَّهَ قَدْ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ) رواه ابن ماجه (2043) 
নিশ্চয় আল্লাহ তা'আলা আমার উম্মতের অজ্ঞতা ও ভূলভাল কে ক্ষমা করে দিবেন।এবং অপারগতা বশত কৃত গোনাহকেও ক্ষমা করে দিবেন।(সুনানে ইবনে মা'জা,-২০৪৩)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
অনিচ্ছাকৃত ভুলে উচ্চারণ করার দরুন আপনার ঈমান চলে যাবেনা। 

(০৩)
এক্ষেত্রে হুরমতে মুসাহারাত প্রমানিত হবেনা। 

(০৪)
উল্লেখিত দুই ছুরতের কোনো ছুরতেই হুরমতে মুসাহারাত প্রমানিত হবেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...