আসসালমুআলাইকুম হুজুর,
১.হুজুর আমি হসপিটাল এ গিয়েছিলাম,একটা লোক একটা ডাক্তার কে দেখে বলছে, আপনার চিকিৎসা পাওয়া মানে ভগবান কে পাওয়া। এইটা সুনে আমি বলেছি নাউজবিল্লা। কারণ ভগবান বলে তো কিছু নেই , আল্লাহ ই সব , আল্লাহ এক এবং অদ্বিতীয়। হুজুর নাউজবিল্লা বলার জন্য কি ঈমান চলে যাবে,?
২.এই ঘটনা টা আমি বাড়িতে এসে আমার স্ত্রী কে বলছিলাম, দিয়ে স্ত্রী কে বলছি , ভগবান বলে তো কিছু নেই , এই কথা বলতে গিয়ে মুখ দিয়ে ভুল করে বেরিয়ে গিয়েছে আল্লাহ বলে কিছু নেই, আস্তাগিরুল্লাহ , । হুজুর ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে, অনিচ্ছা কৃত ভুল করে বেরিয়ে গিয়েছে,আল্লাহ কসম ভুল করে বেরিয়ে গিয়েছে, আমি সঙ্গে সঙ্গে তৌবা করেছি , হুজুর আমার ঈমান চলে যাবে না তো??
৩. হুজুর আমার মা ভাত খাচ্ছিল , আমি সামনে বসে ছিলাম , হটাৎ আমি মা এর দিক তাকাই দেখি মা এর কাপড় ত ঠিক নেই, মা এর লজ্জাস্থান দেখা যাচ্ছিল, আমি একবার দেখে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিয়েছি, আর একবার তাকিয়ে ছিলাম ঠিক দেখা হচ্ছিলো কি না তাই বলে, দিয়ে মা কে বললাম মা তোমার কাপড় টা ঠিক করো। মা সঙ্গে সঙ্গে কাপড় টি ঠিক করে নিল। হুজুর আমি একটুও উত্তেজিত হইনি, আল্লাহ কসম আমি একটুও উত্তেজিত হয়নি আমার লিঙ্গ একটুও খাড়া হয়নি, , আমার সঙ্গে সঙ্গে ভয় হয়ে জাই হুরমত হয়ে যাবে বলে, হুজুর আমি একটু ও উত্তেজিত হয়নি। একটুও উত্তেজিত হয়নি, হুজুর এক্ষেত্রে কি হুরমত হবে?
৪. হুজুর আমি যদি স্ত্রী সহবাস করার সময় মা এর লজ্জাস্থান এর কথা মনে পড়ে তাহলে কি হুরমত হবে? বা আমার যদি পরে লিঙ্গ খাড়া হয় , মায়ের লজ্জাস্থানের কথা মনে পড়ে তাহলে কি হুরমত হবে? ( Plz বলবেন)