আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লহি ওয়া বারকাতুহ !
১)আমাদের এখানে ফজরের শেষ সময় ৫:০৭, আমি সালাত শেষ করে দেখি ৫:০৭ বেজে ৩৭ সেকেন্ড অতিক্রম করেছে, এখন কি আমার নামাজ হবে?
২) আমার পরিচিত একজনের সালাতে ঘুম চলে আসে, এমন ঘুম আসে যে সে অনেক সময় ১ম বা ৩য় রাকাআতে বৈঠক করে, পরবর্তীতে সাহু সিজদাহ্ দিয়েছে কি-না সেটাও ঘুমের জন্য ভুলে যায়, তাছাড়া ওর সালাতে অনেক সময় লাগে, এখন ওর কি করণীয় ? আর ওর সালাত কি হবে?