ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হত্যার বদলে হত্যার নাম হল কিসাস। আর হত্যার বদলে জরিমানা দেয়ার নাম হল দিয়ত।
মৃত ব্যক্তির ওয়ারিশরা দিয়ত গ্রহণ করতে পারবে। মৃতব্যক্তির ছেলে সন্তান থাকলে, উক্ত টাকা মৃত ব্যক্তির স্ত্রী পাবে ৮ ভাগের এক ভাগ। এবং বাকী টাকা ছেলে পেয়ে যাবে। আর যদি ছেলে সন্তান না থাকে, বরং মেয়ে সন্তান হয়, তাহলে এক মেয়ে সন্তান হলে অর্ধেক,এবং একাধিক মেয়ে সন্তান হলে দুই তৃতীয়াংশ টাকা পেয়ে যাবে।এবং বাকী টাকা ভাই পেয়ে যাবে।
এই টাকা গ্রহণ করার ওয়ারিশদের জন্য জায়েয হবে।
(২)
তাহনিক যদি খেজুরের পরিবর্তে মধু দ্বারা করা হয়, তাহলেও সুন্নাত আদায় হবে।
(৩)
নবজাতকের চুলের সমপরিমাণ স্বর্ণ বা রূপা না দিয়ে বরং সমপরিমাণ স্বর্ণ বা রূপার মূল্য দান করলেও সুন্নত আদায় হবে।
(৪)
আয়েশা সিদ্দিকা রাখাই উত্তম হবে।
(৫)
মুসলমান মেয়েদের নাম ঐশী না রাখাই উচিৎ।