ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাযের যথেষ্ট ওয়াক্ত বাকী থাকাবস্থায় বায়ূকে আটকিয়ে রেখে নামায পড়া মাকরুহ।তবে নামাযের ওয়াক্ত সংকির্ণ থাকলে বায়ূকে আটকিয়ে রেখে নামায পড়া মাকরুহ হবে না। তবে যদি বায়ূর পরিমাণ এত অধিক হয় যে, বায়ূর চাপ ব্যতিত দু' রাকাত নামায পড়াও সম্ভব না হয়, তাহলে কিন্তু তখন বায়ূকে আটকিয়ে রেখেও নামায পড়া যাবে।
প্রশ্নের বিবরণমতে আপনার নামায আদায় হয়েছে।
" لما في الفتاوى الهندية "
"و يكره التمطي ... وكذا الريح و إن مضي عليها أجزأه و قد أساء، ولو ضاق الوقت بحيث لو اشتغل بالوضوء يفوته يصلي؛ لأن الأداء مع الكراهة أولى من القضاء". (الفصل الثاني فيما يكره في الصلاة و ما لايكره ١٠٧/١ ط: رشيدية)