আসসালামু আলাইকুম,
আমি ও আমার স্ত্রী, আমরা দুজনেই জেনারেল লাইনের। আমাদের দুজনেরই দ্বীনে ফেরার পর বিয়ে হয়েছে। আমার স্ত্রী মা শা আল্লাহ খুব ভালো পর্দা করে এবং সে আইওএম এর একজন ছাত্রী এবং আমি iom এর ছাত্র ছিলাম আর সে আমার মাধ্যমে iom এ ভর্তি হয়। আমাদের বিয়ের বয়স প্রায় ১৮ মাস। মা শা আল্লাহ সে খুব ভালো পর্দা করে। গাইরে মাহরাম পর্যন্ত মেইনটেইন করে চলে। " কিন্তু আমি অনেকদিন ধরে প্রায় একই ধরনের স্বপ্ন দেখছি। আমি দেখছি যে সে বেপর্দা হয়ে গেছে, আর আমি স্বপ্নেই তাকে খুব বকাবকি করছি। আবার স্বপ্নের মাঝেই তাকে সন্দেহ করছি। যদিও আমি স্বপ্নের মাঝেই অনুভব করছি, আমি তাকে খুব ভালোবাসি।"
এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কেন বারবার একই ধরনের স্বপ্ন দেখছি? আগে কিন্তু এধরনের স্বপ্ন আমি দেখতাম না।