আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
195 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (5 points)
Assalamoalaikum

1.aAmar আব্বা 2020 এ mara gechen.. Ami koyekbar dream e dekhechi abba amar kache khabar cytechen.1br maybe ami dite perechilam r পারিনি.. Er mane jodi 1tu bujhai bolten.. Amr abbar jnno ki korte pari

2.ami parents er omote 2015 তে paliye biye kori... Then ato year dhore onkbar ceyechilm amr jan diye try করেছি sobaike onk request ও korechi akhn jokhn sobai menei niyeche jate 1jon hujur diye jeno amdr biyer khutda ta den jehetu familyr omote biye.. But ami o amr family raji holew cheler family raji na howay seta possible hoyni.. Akhn 1ta meye ache amr.. But oi bisoy ta niye haram reltnship,, parents k kosto diye biye songsar agula niye আমি akhono khub mononoste আছি... Akhn amr koroniyo কি?? Amr akhono mone hoy Allah কি amdr biyeta mene nen নাই?? Jayej hoy nai

3.sosur barite proti niyoto opoman lancona gonjona sjjo krte krte ami hapai utchi.. Husband k o pashe paina kokhno...se tar familyr dos dekhew tader pokkhe...7.7 year dhore sojjo korte korte akhn amr nijer jiboner proti bitrisna ase geche.. Kono kisu vlo lgena.. Kawk vlo lgena.. Amnki nijer mayer 7ew ktha bolte vlo lgena... Ibadot,, namaj kono kisutei sto try korew মন bosena agroho ante parchina...

Ami 1tu mental peace cai... Ami আল্লাহ্‌র kache jete cai... Amk 1tu sothik guidelines din plz... R amr jnno 1tu dua koren

1 Answer

0 votes
by (574,260 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
https://ifatwa.info/30361/ ফতোয়ায় উল্লেখ করা হয়েছে যে, ইসলামী দৃষ্টিতে স্বপ্ন তিন প্রকার। 
,
১. যা আল্লাহর পক্ষ থেকে বান্দাহকে দেখানো হয় যা কল্যানকর হয়।

২. শয়তানের পক্ষ হতে দেখানো হয় যাতে মানুষ খারাপ, মন্দ ভয়ংকর কিছু দেখে থাকে।

তবে শয়তান স্বপ্ন দেখানোর দ্বারা মানুষের কোন ক্ষতি করতে পারেনা।
,
 ভয়ংকর স্বপ্ন দেখলে দুশ্চিন্তার কোন কারন নেই। শয়তান মানুষকে দুশ্চিন্তায় ফেলার জন্যই এমন সব আজব আজব জিনিস দেখায়। এমনটা দেখলে ঘুম থেকে জেগে বাম দিকে থুথু ফেলে আস্তাগফিরুল্লাহ বলতে হয়। 

৩. মানুষের কল্পনা। অর্থাৎ মানুষ যা কল্পনা করে স্বপ্নে তা দেখতে পায়। 
,

হাদীস শরীফে এসেছে  

خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ قَالَ سَمِعْتُ أَبَا قَتَادَةَ يَقُوْلُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلميَقُوْلُ الرُّؤْيَا مِنْ اللهِ وَالْحُلْمُ مِنْ الشَّيْطَانِ فَإِذَا رَأٰى أَحَدُكُمْ شَيْئًا يَكْرَهُه“فَلْيَنْفِثْ حِينَ يَسْتَيْقِظُ ثَلاَثَ مَرَّاتٍ وَيَتَعَوَّذْ مِنْ شَرِّهَا فَإِنَّهَا لاَ تَضُرُّه“وَقَالَ أَبُو سَلَمَةَ وَإِنْ كُنْتُ لأَرَى الرُّؤْيَا أَثْقَلَ عَلَيَّ مِنَ الْجَبَلِ فَمَا هُوَ إِلاَّ أَنْ سَمِعْتُ هٰذَا الْحَدِيثَ فَمَا أُبَالِيهَا.

আবূ ক্বাতাদাহ হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, আর মন্দ স্বপ্ন হয় শয়তানের তরফ থেকে। সুতরাং তোমাদের কেউ যদি এমন কিছু স্বপ্ন দেখে যা তার কাছে খারাপ লাগে, তা হলে সে যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে যেন তিনবার থুথু ফেলে এবং এর ক্ষতি থেকে আশ্রয় চায়। কেননা, তা হলে এটা তার কোন ক্ষতি করতে পারবে না। 

আবূ সালামাহ বলেনঃ আমি যখন এমন স্বপ্ন দেখি যা আমার কাছে পাহাড়ের চেয়ে ভারি মনে হয়, তখন এ হাদীস শোনার ফলে আমি তার কোন পরোয়াই করি না। [বুখারী ৫৭৪৭ মুসলিম পর্ব ৪২/হাঃ ২২৬১, আহমাদ ২২৭০৭] 
,
ومن رای انہ مات…………ان رای شیئا من ہیئۃ الاموات کالغسل والکفن فذالک زیادۃ فی نقص دینہ (تعطیر الانام ۲۹۱؍ج۲؍باب المیم،موت،مطبوعہ مصر)

যার সারমর্ম হলো কেহ স্বপ্নে দেখে যে সে মারা গিয়েছে,,বা মৃতদের হালত,কাফন গোসল ইত্যাদি  দেখে,তাহলে সেটি নিজের দ্বীনের কমতি মনে করতে হবে।
,
ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ তে এসেছে যে স্বপ্নে মৃত মানুষ দেখা এটি কবরের কথা স্বরন করে দেওয়ার জন্য।
(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ ২৯/১৬০)

প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত বোনের আমল বাড়িয়ে দিতে হবে,দ্বীনদার লোকদের সাথে উঠাবসা করতে হবে,পবিত্র হালতে থাকতে হবে,অহংকার থেকে বেঁচে থাকতে হবে। 
বেশি বেশি কুরআন তেলাওয়াত, যিকির আযকার,ফরজ সহ নফল নামাজ পড়তে হবে। 
দান ছদকাহ করতে হবে।
,
স্বপ্নের কথা কাউকে বলা যাবেনা।

★প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি আপনার বাবার ঈসালে ছওয়াবের জন্য সদকাহ করবেন।
কুরআন তেলাওয়াত, যিকির আযকার,অন্যান্য নফল ইবাদত করে ছওয়াব পাঠাবেন।
তার কোনো ঋন থাকলে সেটি পরিশোধ করবেন।

(০২)
২০১৫ সালে যখন আপনার বিবাহ হয়,তখন কি আপনি বালেগাহ ছিলেন?
যদি বালেগাহ অবস্থাতেই সেই সময়ে আপনি বিবাহ করে থাকেন,সেক্ষেত্রে ঐ বিবাহ শুদ্ধ হয়ে গিয়েছে। 

আর যদি সেই সময়ে আপনি বালেগাহ না হয়ে থাকেন,সেক্ষেত্রে ঐ বিবাহ শুদ্ধ হয়নি।
পুনরায় বিবাহ পড়িয়ে নিতে হবে। 

(০৩)
প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
শশুর বাড়ির যে সমস্ত সমস্যার কথা উল্লেখ করেছেন,এটির সমাধানের জন্য আপনার স্বামীকেই এগিয়ে আসতে হবে।
প্রয়োজনে তার সামর্থ থাকলে আলাদা বাসা নিয়ে থাকার আহবান জানাতে পারেন।

তবে প্রশ্নের বিবরন মতে তিনি যেহেতু তাদেরই পক্ষে, তাই এক্ষেত্রে উভয় পরিবারের মুরব্বিদের বৈঠকের ব্যবস্থা করতে হবে।

এর জন্য আপনার অভিভাবকদের সাথে বসে ভালোভাবে সব কিছু বুঝাবেন।
তারা এখনো আপনার বিবাহ মেনে না নিলে তারা যে কাজ করতে বলে,সাধ্যের মধ্যে সেটি করার চেষ্টা করবেন।

নামাজ ও অন্যান্য ইবাদতে মন বসাতে পরামর্শ থাকবে, মাস্তুরাত জামাতে যাওয়ার পরামর্শ থাকবে।  
দাওয়াত তাবলিগের মেহনতের বোনেরা আপনাদের এলাকার কোথাও তা'লিম করলে সেখানে যেতে পারেন।
বাসায় নিয়মিত ফাজায়েলে আমাল,ফাজায়েলে সাদাকাত ইত্যাদি কিতাবের তা'লিমের ব্যবস্থা করবেন।

আল্লাহ তায়ালা আপনাকে উত্তম জাযা দান করুন,আমিন।

প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
দোয়া থাকবে,আল্লাহ তায়ালা যেনো আপনাকে ধৈর্য ধারন করার তওফিক দান করেন,ঈমান আমলের উপর অটল ও অবিচল থাকার তওফিক দান করেন,আমিন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
Sukria... Allah apnake nek hayat dik.. Amk help korar jnno...
Allah chara r kew nai amr pashe... Dua korben jate sobaike bad diye sudhu allahr ibadote nijeke mosgul rakhte pari.. Allah jeno Amk kobul koren

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 208 views
0 votes
1 answer 169 views
...