আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
262 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
মেয়ে বাবুর নাম " আফজারাহ " রাখা যাবে?
১. এটা কি ইসলামিক নাম?
২. এই নামের অর্থ কি?
৩. এই নামের আরবি বানান টা দিলে ভালো হয়।
৪. কয়েকজন বিখ্যাত মহিলা সাহাবিদের এবং জান্নাতি নারীদের নাম দিবেন শায়খ।

جَزَاكَ اللّٰهُ خَيْرًا

1 Answer

0 votes
by (574,260 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(১.২)
নামের একটি প্রভাব ব্যাক্তির উপর পড়ে,তাই রাসুলুল্লাহ সাঃ কোনো নামের অর্থ মন্দ দেখলে সেই নাম পরিবর্তন করে দিতেন।

হাদীস শরীফে এসেছেঃ- 

«وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - أَنَّ بِنْتًا كَانَتْ لِعُمَرَ يُقَالُ لَهَا: عَاصِيَةُ فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - جَمِيلَةً» . رَوَاهُ مُسْلِمٌ.

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ‘উমার (রাঃ)-এর কন্যাকে ‘আসিয়াহ্ বলা হত। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নাম পরিবর্তন করে রাখলেন ‘‘জামীলাহ্’’।সহীহ : মুসলিম ১৫-(২১৩৯), ইবনু মাজাহ ৩১৩৩, 

«وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ: أُتِيَ بِالْمُنْذِرِ بْنِ أَبِي أُسَيْدٍ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حِينَ وُلِدَ، فَوَضَعَهُ عَلَى فَخِذِهِ فَقَالَ: " مَا اسْمُهُ؟ " قَالَ: فُلَانٌ. قَالَ: " لَا، لَكِنِ اسْمُهُ الْمُنْذِرُ» مُتَّفَقٌ عَلَيْهِ.

সাহল ইবনু সা‘দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মুনযির ইবনু আবূ উসায়দ যখন ভূমিষ্ঠ হলো, তখন তাঁকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আনা হলো। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁকে নিজের রানের উপর রাখলেন এবং জিজ্ঞেস করলেনঃ তাঁর নাম কী? উত্তরদাতা বলল : ‘‘অমুক’’। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ ‘‘না’’; বরং তাঁর নাম ‘‘মুনযির’’।সহীহ : বুখারী ৬১৯১, মুসলিম ২৯-(২১৪৯), তিরমিযী ২৩৮, ইবনু মাজাহ ২৭৫,

আরো জানুনঃ- 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
أَفْزَرَ(إِفْزَار) [فزر]
[আফ্যারা] শব্দের অর্থঃ-
খণ্ড বিখণ্ড করা।
টুকরা টুকরা করা।
বিদীর্ণ করা।
ছিন্ন করা।

(০৩)
أفزره

(০৪)
নিম্নে কিছু মহিলা সাহাবির নাম উল্লেখ করছিঃ-
যয়নব,উম্মে কুলসুম,রুকাইয়া,ফাতেমা,আয়েশা,হাফসা,জুয়াইরিয়া।
আরওয়া বিনতে আব্দুল মুত্তালাব (রাঃ)
আসমা বিনতে আবী বকর সিদ্দীকা (রাঃ)
উমাইয়া বিনতে আন-নাজ্জার আন আনসারী
উনাইসাহ বিনতে আদী (রাঃ)
উম্মে আইমন (রাঃ)
উম্মে ফজল (রাঃ)
উম্মে রুমান (রাঃ)
উম্মে সুলাইম (রাঃ)
উম্মে উমারা (রাঃ)
উম্মে আতিয়া (রাঃ)
উম্মে হানী (রাঃ)
বারীরাহ (মাওলাতে আয়েশা সিদ্দীকা (রাঃ
বুসরা বিনতে সাফওয়ান কুরাইশী (রাঃ)
তামাযুর বিনতে ‘আমের (রাঃ)
তামীমা বিনতে ওহহাব (রাঃ)
সুবাইতা বিনতে যাহাক/দাহাক (রাঃ)
জামীলা বিনতে উমর ইবনুল খাত্তাব (রাঃ)
জুমানা বিনতে আবী তালেব
জুওয়াই রিয়া (উম্মুল মু’মেনীন) (রাঃ)
হাবীবা বিনতে আবীফিয়ান (রাঃ)
হাফসা (উম্মুল মু’মেনীন)(রাঃ)
হাকীমা বিনতে গাইলান (রাঃ)
হালিমাতুস সা’দিয়া (রাঃ)
হামামা (মাওলাতে আবী বকর সিদ্দীক)
হামনা বিনতে  জাহান (রাঃ)
হাওয়া বিনতে ইয়াযীদ (রাঃ)
খালেদা বিনতে আসওয়াদ
খাদিজাতুল কুবরা (উম্মুল মু’মেনীন)(রাঃ)
খুযায়মা বিনতে জাহাম
খালীদাহ বিনতে কা’নাব


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
Very Important Post, Love from Sylhet .
by
পোস্ট টি অনেক ভালো লাগলো.
by
অনেক দরকারি পোস্ট, আরাফাত

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...