(১.২)
নামের একটি প্রভাব ব্যাক্তির উপর পড়ে,তাই রাসুলুল্লাহ সাঃ কোনো নামের অর্থ মন্দ দেখলে সেই নাম পরিবর্তন করে দিতেন।
হাদীস শরীফে এসেছেঃ-
«وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - أَنَّ بِنْتًا كَانَتْ لِعُمَرَ يُقَالُ لَهَا: عَاصِيَةُ فَسَمَّاهَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - جَمِيلَةً» . رَوَاهُ مُسْلِمٌ.
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ‘উমার (রাঃ)-এর কন্যাকে ‘আসিয়াহ্ বলা হত। অতঃপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নাম পরিবর্তন করে রাখলেন ‘‘জামীলাহ্’’।সহীহ : মুসলিম ১৫-(২১৩৯), ইবনু মাজাহ ৩১৩৩,
«وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ: أُتِيَ بِالْمُنْذِرِ بْنِ أَبِي أُسَيْدٍ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - حِينَ وُلِدَ، فَوَضَعَهُ عَلَى فَخِذِهِ فَقَالَ: " مَا اسْمُهُ؟ " قَالَ: فُلَانٌ. قَالَ: " لَا، لَكِنِ اسْمُهُ الْمُنْذِرُ» مُتَّفَقٌ عَلَيْهِ.
সাহল ইবনু সা‘দ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মুনযির ইবনু আবূ উসায়দ যখন ভূমিষ্ঠ হলো, তখন তাঁকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আনা হলো। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁকে নিজের রানের উপর রাখলেন এবং জিজ্ঞেস করলেনঃ তাঁর নাম কী? উত্তরদাতা বলল : ‘‘অমুক’’। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ ‘‘না’’; বরং তাঁর নাম ‘‘মুনযির’’।সহীহ : বুখারী ৬১৯১, মুসলিম ২৯-(২১৪৯), তিরমিযী ২৩৮, ইবনু মাজাহ ২৭৫,
আরো জানুনঃ-
নিম্নে কিছু মহিলা সাহাবির নাম উল্লেখ করছিঃ-
যয়নব,উম্মে কুলসুম,রুকাইয়া,ফাতেমা,আয়েশা,হাফসা,জুয়াইরিয়া।
আরওয়া বিনতে আব্দুল মুত্তালাব (রাঃ)
আসমা বিনতে আবী বকর সিদ্দীকা (রাঃ)
উমাইয়া বিনতে আন-নাজ্জার আন আনসারী
উনাইসাহ বিনতে আদী (রাঃ)
উম্মে আইমন (রাঃ)
উম্মে ফজল (রাঃ)
উম্মে রুমান (রাঃ)
উম্মে সুলাইম (রাঃ)
উম্মে উমারা (রাঃ)
উম্মে আতিয়া (রাঃ)
উম্মে হানী (রাঃ)
বারীরাহ (মাওলাতে আয়েশা সিদ্দীকা (রাঃ
বুসরা বিনতে সাফওয়ান কুরাইশী (রাঃ)
তামাযুর বিনতে ‘আমের (রাঃ)
তামীমা বিনতে ওহহাব (রাঃ)
সুবাইতা বিনতে যাহাক/দাহাক (রাঃ)
জামীলা বিনতে উমর ইবনুল খাত্তাব (রাঃ)
জুমানা বিনতে আবী তালেব
জুওয়াই রিয়া (উম্মুল মু’মেনীন) (রাঃ)
হাবীবা বিনতে আবীফিয়ান (রাঃ)
হাফসা (উম্মুল মু’মেনীন)(রাঃ)
হাকীমা বিনতে গাইলান (রাঃ)
হালিমাতুস সা’দিয়া (রাঃ)
হামামা (মাওলাতে আবী বকর সিদ্দীক)
হামনা বিনতে জাহান (রাঃ)
হাওয়া বিনতে ইয়াযীদ (রাঃ)
খালেদা বিনতে আসওয়াদ
খাদিজাতুল কুবরা (উম্মুল মু’মেনীন)(রাঃ)
খুযায়মা বিনতে জাহাম
খালীদাহ বিনতে কা’নাব