বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
প্রস্রাবের বেগ চেপে রেখে নামায পড়া মাকরুহে তানযিহি। তথা যে কাজকে শরীয়ত অপছন্দ করে থাকে।তবে গোনাহ হবে না।
(২)
আয়াতের মধ্যখানে থামার দরুণ যদি অর্থতে কোনো প্রবলেম আস,তাহলে নামায হবে।নতুবা নামাযে কোনো প্রকার ছারচে
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নামাযের কেরাতে যদি তাজবীদে ভূল হয়,যাকে লাহলে খাফী বলা হয়,তাহলে উক্ত নামাযকে দোহড়ানের প্রয়োজন নেই।তাজবীদ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-১১২৬
তবে যদি নামাযে এমন কোনো ভূল হয়,যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়,(এক্ষেত্রে তাজবীদ বিভাগের লাহনে জালী গ্রহণযোগ্য নয়,কেননা তাজবীদের পরিভাষায় এক হরফের স্থলে অন্য হরফ পড়ে নিলেই লাহনে জলী হয়ে যায়,চায় নিকটবর্তী মাখরাজ হোক বা দূরবর্তী মাখরাজ হোক,চায় অর্থ সঠিক থাকুক বা নাই থাকুক)কিন্তু ফুকাহায়ে কেরাম দূরবর্তী মাখরাজের উচ্ছারণের সময়ে এবং অর্থ বিগড়ে যাওয়ার সময়ে নামাযকে ফাসিদ হওয়ার ফাতাওয়া দিয়ে থাকেন।
সুতরাং নামাযে কোনো হরফ উচ্ছারণের সময়ে,সেই হরফের স্থলে তার দূরবর্তী মাখরাজের কোনো হরফ উচ্ছারিত হয়ে গেলে,এবং অর্থ বিগড়ে গেলে নামায ফাসিদ হয়ে যাবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-৪৩৫০
(৩)
জ্বী,ওয়াজিব আদায় হবে ,তবে