আসসালামু আলাইকুম,আফওয়ান,
আমার প্রশ্নটা হয়ত অনেকটা বড় তবে উত্তর জানাটা খুবই জরুরি প্রয়োজন।
১/আসলে আমার হেদায়েত পাওয়ার প্রথমদিকে তাছাড়া অনেক দিন যাবৎই এবং পুরো রমাদান জুড়ে আল্লাহ, রসূল (সা), কোরআন, অন্যান্য নবী রাসূল,সাধারণ মানুষদের নিয়ে নামাজে এবং নামাজের বাহিরে (খুবই খারাপ আর জঘণ্য) অনেক আজে বাজে উল্টা পাল্টা চিন্তা আসত এবং এখনো আসে। দূর করা চেষ্টা করলেও রমাজানের শেষে ইদের আগের রাতে রোজার সময় গুলোর জন্য খুব হতাশ লাগছিল, মনে হচ্ছিল এখন কেমন যেন আল্লাহর সাথে দুরত্ব হয়ে গেল...তারপর ফজর মিস হওয়ায় আরো হতাশ হয়ে পড়ি। তো
রমাদানের পর জানা অজানায় হয়ে যাওয়া নিজের গুনাহ চিন্তা করে (শিরক,কুফর,বিদআত এগুলো নিয়ে)খুব হতাশ হয়ে পড়ি, ইদের পর থেকে এখন পর্যন্ত খুব সংশয়,সন্দেহ আর চিন্তায় আছি এগুলো ভেবে, আমি জানি ইসলাম সত্য তবুও সন্দেহ সংশয় কাজ করে, খারাপ চিন্তা আসে । মাঝেমধ্যে মনে হয় আমি নিজে ইচ্ছে এগুলো নিয়ে ভাবছি।
★হেদায়েত পাওয়ার পূর্ব দিকে খুব বেশি না হলেও দু একবার নাস্তিকতা & শিরক টাইপের চিন্তা ভাবনা কাজ করেছিল এখন যেন এটা খুব বৃহৎ আকারে বেড়ে গেছে।
আমি জানি ইসলাম সত্য কিন্তু অন্তরে এটা যেন মানতে খুব কষ্ট হচ্ছে। আমি কি করতে পারি? আমি অন্য ধর্ম গ্রন্থগুলো সম্পর্কে হালকা পাতলা গেটেও দেখেছি সেগুলো যে ভুল। তবে ইসলাম সত্য ধর্ম, আল্লাহ, নবী রাসূল, আল কোরআন, ফেরেশতা, আখিরাত
সত্য জেনেও কেন যেন এগুলো আমার অন্তরে এখন আর আগের মত প্রভাব পড়ছে না। এক্ষেত্রে আমি কি করতে পারি?
আমি জানি ইসলাম সত্য,তাও কেমন একটা উদাসীনতা নিজের মধ্যে কাজ করছে। আল্লাহ যে সত্য তার প্রমাণ শয়তান,জ্বীন অন্যান্য অনেক কিছু বহন করে,আমি এতকিছু জেনেও বুঝতে পারছি না কেন এমন হচ্ছে,
আমি তওবা করার পরও এমন হচ্ছে এতে কি বারবার আমার ইমান চলে যাচ্ছে?
কিভাবে তওবা করতে পারি এবং এই সমস্যা থেকে রেহাই পেতে পারি? সবমিলিয়ে আমার অবস্থা খুবই এলোমেলো হয়ে গেছে।
২/আমি তুলনা মূলক ধর্ম তত্ত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই এবং আল কোরআন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে চাই এক্ষেত্রে আমি কিভাবে জ্ঞান অর্জন করতে পারি?
৩/ আমি ইসলাম সম্পর্কে জানতে চাই তার মধ্যে যেমন সীরাহ, জান্নাত জাহান্নাম,হজ্জ,সালাত,জাকাত টপিক রয়েছে এছাড়া আর কি কি বিষয় ইসলামের সাথে খুবই সংযুক্ত, একটু যদি জানাতেন।
★সব কিছু মিলিয়ে খুব হীনমন্যতা আর হতাশা কাজ করছে। প্রায়ই মনে হয় এত পাপ আল্লাহ কি মাফ করবেন, করলে বুঝবই বা কিভাবে,আল্লাহ কি আর আমাকে ভালোবাসেন,আমি শিরক করে ফেলছি,কাফির,মুশরিক হয়ে যাচ্ছি মনে হয়।
আমার অন্তরে আল্লাহ যদি মোহর মেরে দেয়।
৪/ আমার বয়স ২০+
আমি ১৮ বছর পর্যন্ত ধর্মটাকে খুব একটা পাত্তা দিই নাই, গুরুত্বের সাথে নিই নাই । এরপর একদিন আমি নামাজ+ কোরআন পড়ে অনেক ভালো লাগে পড়ে ভাবলাম আমি এখন থেকে নামাজ পড়ব নিয়মিত।
এরপরই আমার অন্তরে আল্লাহ কে, কই দেখিনা ত, আল্লাহ থাকলে কে সৃষ্টি করল আল্লাহ কে এমন চিন্তা ভাবনা আসে। পরে এই উত্তর অনেক খুঁজে মনকে স্থির করি,এখন বুঝি সেটা শয়তানের কাজ ছিল।
এরপর আমি ইসলাম ধর্ম মেনে চলার+ নিজের পাপগুলা ত্যাগের চেষ্টা করি,তারপর গুনাহ,ভালোর মধ্যে দিয়ে যায়,। মাঝখানে ২৩ সালে ভালোই চলছিল কিন্তু এখন
আমার সব কাজই শিরক শিরক লাগে। মনে হয় কখন যে শিরক হয়ে যায়। আমি নামাজে সেজদা দিতে গেলে সামনে কিছু থাকলে মনে হয় আমি এটাকে সেজদা দিচ্ছি না কিন্তু মনে চিন্তা আসে এটাকে সেজদা দিয়ে ফেলছি কিনা। আমার সব কাজ রিয়া রিয়া লাগছে।
আমি কিভাবে আবার আগের মত ইসলাম মেনে চলতে পারব বলতে পারেন¿ দৃঢ় মজবুত ঈমানের অধিকারী হতে পারব? আমার অন্তরে খুব সংশয় সন্দেহ কাজ করে। রাতে ভালো তো সকালে আবার খারাপ চিন্তা আসে। ঈমান বিধ্বংসী চিন্তা চেতনা।