আসসালমুআলাইকুম হুজুর,
১. আমি একবার ভীষণ মাথার নার্ভের রোগে আক্রান্ত হয়েছিলাম , অনেক ডাক্তার দেখিয়ে ছিলাম ভালো হচ্ছিলনা , কিছু মানুষের কথা শুনে, কবিরাজ এর কাছে গিয়েছিলাম , দিয়ে কবিরাজ বলছিলো বাড়িতে গাছ পুতা আছে বলে বাড়িতে গাছ তুলতে এসেছিল। না জেনে বুঝে ভুল করে আমরা কবিরাজ এর কাছে গিয়েছিলাম, তারা আমাকে তাবিজ দিয়েছিল , আমি কিছুদিন পরে সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছি শিরক হবে বলে। হুজুর এর জন্য কি ঈমান চলে যাবে?
২.একবার একটা করিরাজ এর কাছে গিয়েছিলাম, জার কাছে একটা মেয়ে জিন থাকে পরি থাকে তাকে ওই লোকটা মা বলে ডাকে, দিয়ে আমাকে বলছে যদি তুমি সুস্থ হয়ে যাও তাহলে মা কে কি দিবা? আমি তখন রোগাক্রান্ত ছিলাম না বুঝে বলেছিলাম পাকা ঘর করে দিবো। এমনি বলেছিলাম। হুজুর সর্ব শেষ আমি মানসিক ডাক্তার দেখিয়ে সুস্থ হয়েছি। হুজর এই সব না জেনে বুঝে করীরাজ এর কাছে গিয়েছিলাম এর জন্য কি ঈমান চলে যাবে?
৩. হুজুর একদিন একটা প্রশ্ন করেছিলাম , প্রশ্নের লিংক টা খুঁজে পেলে দিয়ে দিবো।
বিষয় হলো, যখন ঝর বৃষ্টি হতো, আমার নানী বলতো পবন ঠাকুর রক্ষা করো। , তাই আমিও একদিন বলছিলাম নানী বেচেঁ থাকলে এই ঝর বৃষ্টির সময় বলতো পবন ঠাকুর রক্ষা করো।আমিও হয়ত মজার চলে একবার বলেছি। এর। জন্য কি ঈমান চলে যাবে? আপনাদের উত্তর ছিল না ঈমান চলে যাবে না । তওবা করতে হবে।
হুজুর আজকে পবন মানে খুঁজে পেয়েছি পবন মানে বাতাস কে বোঝাই, হুজুর পবন মানে জানতাম না এমনি বলেছি মজা করে, যখন জানলাম বিষয় টা পবন মানে বাতাস এর ঠাকুর বা দেবতা ভয় হয়ে জাই ঈমান চলে যাবে বলে। হুজুরে না জেনে না বুঝে ভুল হয়েছে যদি জানতাম এইটার মানে এই তো আমি কখনই বলতাম না । ভুল বশত বলে ফেলেছি । একদিন মা বলতে যাচ্ছিল মজা করে আমি নিষেধ করেছি । কারণ আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া যায়না। হুজুর না জেনে ভুল হয়েছে ঈমান চলে যাবে না তো?
৩.১ হুজুর আমার নানি মারা গিয়েছে , তিনি জানতেন না তার ভুল বশত হওয়ায় তার ঈমান ঠিক ছিল তো?
৩.২ আমার ও আমার মা এর ঈমান ঠিক আছে তো হুজুর, না জেনে বুঝে ভুল হয়েছে। আমি তৌবা করেছি। হুজুর আমার ও মার ঈমান ঠিক আছে তো?