১)আমি একটি ফুটবলের গেম খেলছিলাম। হঠাৎ একটা ম্যাচে গোল দেয়ার পর প্লেয়ার অটোমেটিক সিজদা করে।ঐটা আমি নিয়ন্ত্রন করি নাই গেম থেকেই আসছে।একেক ম্যাচে একেক রকম সেলিব্রেশন করে তাই আমি পরের ম্যাচ খেলি। পরের ম্যাচেও গোল দিয়ে প্লেয়ার সিজদা করে।আমি সাথে সাথে গেম টি ডিলেট করে দেই।আমার কি ঈমান ভঙ্গ হবে?
২) প্লাস্টিকের বা স্টিলের জিনিস বা সমান শক্ত জিনিস যেগুলো পানি শোষণ করে না(যেমন কোনো পাত্র,বোতল, বালতি,স্টিলের ট্যাপ ইত্যাদি)
এগুলো জিনিস নাপাক হলে একবার নতুন পানি দিয়ে ধোয়াই কি যথেষ্ট?