আসসালমুআলাইকুম হুজুর, দয়া করে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করুন।
১ . হুজুর শয়তানের ওয়াসওয়াসা তে মনে মনে এমন হচ্ছে আমি আমার স্ত্রী র নামে অভিযোগ করছি। এই রকম মনে মনে হচ্ছে মুখে উচ্চরণ করছিনা। আমার স্ত্রী খুব ভালো। হুজুর মনে মনে এমন হলে কি লি আন হবে?
২. লি আন হলে কি অটোমেটিক তালাক হয়ে জাই?
৩. লি আন এর পর যদি স্ত্রী কে ক্ষমা করে দিয়ে , যদি আবার ভালোকরে সংসার করবো মনে করে তাহলে কি সংসার করা যাবে?
৪. হুজুর স্ত্রী র নামে অভিযোগ এনে , যদি ভাবি স্ত্রী কে ক্ষমা করে , ভালো করে সংসার করবো তাহলে কি করা যাবে?
৫. হুজুর আর একটি বিষয় , স্ত্রীর সঙ্গে ফোনে কথা হচ্ছিলো ,স্ত্রী শুধু রাগ দেখাচ্ছিল। দিয়ে আমি রেগে তাকে বলেছি তুমি একটা ফালতু মেয়ে। হুজুর এমনি রাগে নরমালি বলেছি এর জন্য কি তালাক হবে?
হুজুর আমাদের বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো?
৬. স্ত্রী সঙ্গে ফোন কথা হচ্ছিলো , দিয়ে একটু মন কষা কষি হয়েছে, আমি রেগে বলছি ফোন রাখো, কথা বলতে ভালো লাগছে না। তার পর বলছি আমার শরীরে খুব রাগ হয়ে যাচ্ছে আর কথা বাড়ি ও না। এই রকম করে একটু রাগ দেখিয়েছি এর জন্য কি বৈবাহিক জীবনে কোনো সমস্যা হবে?
৭. হুজুর আমার ঠোঁট এ ঠোঁট লাগিয়ে ছিলাম। মুখ বদ্ধ অবস্থায় ছিল। এমন সময় মুখের থুথু গিলতে গিয়েছি সঙ্গে সঙ্গে মনে মনে তালাক কথা টা হয়েছে, হুজুর আমি মুখে উচ্চরণ করিনি। জিহ্ববা তে চাপ দিয়ে থুথু গিলতে হয়েছে তাই জিহ্ববা টা একটু নড়েছে, ও ঢোক গিলতে গিয়ে মুখ এর বাইরের অংশ একটু নড়েছে, কিন্তু আমি ওই কথা টা জিহ্ববা বা মুখ নড়িয়ে উচ্চরণ করিনি । ওই টা মনে মনে ই হয়েছে , যেহেতু থুথু গিলতে গিয়ে জিহ্ববা তে চাপ দিয়ে থুথু ঢোক গিলেছি , হালকা নড়েছে সেই জন্য মনে ভয় হচ্ছে উচ্চরণ হয়ে গেলো বলে, কিন্তু আসলে আমি উচ্চরণ করিনি মনে মনেই বলেছি। ঢোক গিলতে গিয়ে গলা ও জিহ্ববা তে চাপ তো পড়বেই। জিহ্বার কাছে থুথু ছিল তাই থুথু ট গিলতে জিহ্ববা টা হালকা নড়বে। কিন্তু আমি জিহ্ববা নাড়িয়ে ঠোঁট নাড়িয়ে উচ্চরণ করিনি, ওয়াসওয়াসা র জন্য মনে ভয় হয়ে যাচ্ছে উচ্চরণ হয়ে গেলো নাকি বলে। কিন্তু হুজুর আমি উচ্চরণ করিনি। আপনি সমস্ত ঘটনা পড়লেন। হুজুর এ ক্ষেত্রে কি কোনো তালাক হবে?
৮. হুজুর ট্রেন এ যাচ্ছি এক জায়গাতে , আমার পাশে একটা হিন্দু সাধু বসে আছে। আমি দুটি সিঙ্গারা কিনেছিলাম একটা খেলাম , দিয়ে খেতে ভালো লাগলো না দিয়ে না ফেলে দিয়ে পাশের ওই সাধু টা কে দিয়ে দিয়েছি, সে সিঙ্গারা খেয়ে আমার কাছের পানি চাইলো আমি দিলাম সে পানি খেলো। হুজুর এর জন্য কি ঈমান চলে যাবে?
৮.১ হুজুর বোতলের বাকি পানি টুকু যা অবশিষ্ট আছে সেটা কি আমার খাওয়া যাবে? হিন্দু সাধু টা মুখ লাগিয়ে খাইনি। বোতল উচুঁ করে খেয়েছে। বাকি পানি টুকু আমার খাওয়া যাবে?
৮.২ ট্রেন এ আসছি একটা লোক বলছে , ভগবান আমাকে সব দিয়েছে কিছুর কম নেই। হটাৎ আমার মনে মনে ভগবান কথা টা মনে মনে বলা হয়ে জাই, আবার মনে মনে হচ্ছে হিন্দু আমার ধর্ম আস্তাগিরুল্লাহ হুজুর এই রকম সব মনে হচ্ছে আস্তাগিরুল্লাহ , হুজুর আমি মুখে উচ্চরণ করিনি, যা হয়েছে সব মনে মনে এর জন্য কি ঈমান চলে যাবে?
৮.৩ একটা হিন্দু সাধু অনেক রকমের নেশা করছে, দিয়ে আমার দেখে মনে মনে এমন হলো সে জাহান্নামি , আমি মুখে উচ্চরণ করিনি। মনে মনে এমন হয়েছে, ওয়াসওয়াসা র জন্য এমন মনে হলো এর জন্য কি ঈমান চলে যাবে?
**হুজুর এই খানে বিষয় টা লিখার জন্য ঈমানের কোনো সমস্যা হবে?
৯. হুজুর , মুখে উচ্চরণ করছিনা মনে মনে তালাক কথা টা বলা হয়ে যাচ্ছে। কিন্তু মুখে উচ্চরণ করছিনা। জিহ্ববা টা এমনি নাড়ছি। তালাক কথা টা মনে মনে হচ্ছে, জিহ্ববা নাড়িয়ে কোনো উচ্চরণ করে বলছিনা। মনে মনে হচ্ছে বলা কিন্তু জিহ্ববা টা এমনি একটু নাড়ছি। আমি কিন্তু জিহ্ববা নাড়িয়ে উচ্চরণ করছিনা। যা হচ্ছে মনে মনে। কোনো উচ্চরণ করছিনা । হুজুর এক্ষেত্রে কি তালাক হবে? খুবই ভয় হচ্ছে হুজুর , হুজুর জিহ্ববা টা এমনি নাড়ছি, জিহ্ববা নাড়িয়ে উচ্চরণ করছিনা যা হচ্ছে মনে মনে হচ্ছে। এর জন্য কি তালাক হবে?
১০. হুজুর আমার মনে মনে এই সব হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে , দিয়ে আমি আমার স্ত্রী কে বললাম আমার এই রকম মনে মনে হচ্ছে , স্ত্রীর সঙ্গে আলোচনা করলাম এর জন্য কি বৈবাহিক জীবনে কোনো সমস্যা হবে?
১১. হুজুর আমি জানতাম না আল্লাহ কে গালি দিলে ঈমান চলে যায়, কিছু বছর আগের কথা আমার সঠিক মনে পড়ছে না , আমি হয়ত ভুল করে আল্লাহ কে গালি দিয়েছি। আমার মনে পড়ছে না কিন্তু সন্দেহ হচ্ছে। হুজুর আমি জানতাম না ঈমান চলে যাবে সেইটা। হুজুর না জেনে ভুল হয়েছে , আমি তওবা করেছি এই ভুল আমি আর জীবনে করবো না। আমি খুবই অনুতপ্ত হয়েছি হুজুর আমার না জেনে বুঝে ভুল হয়েছে। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। হুজুর আমার কি ঈমান চলে যাবে? আল্লাহ কসম আমি জানতাম না , ঈমান চলে যায় সেইটা। হুজুর না জেনে হয়ত ভুল হয়েছে, হুজুর আমার কি ঈমান চলে যাবে? আমি তৌবা করেছি , আস্তাগিরুল্লাহ পড়েছি। হুজুর আমার ঈমান চলে যাবে না তো?
১২. মনে মনে আল্লাহ কে নিয়ে খারাপ কথা চলে আসছে , আমি অন্য মনস্ক হয়ে যাচ্ছি। এবং তৌবা করছি। হুজুর আমার ঈমান চলে যাবে না তো?
১৩. হুজুর আমি অনেক বার আল্লাহ কসম করেছি যে ifatwa তে প্রশ্ন করবনা। কিন্তু প্রয়োজন এ থাকতে না পেরে প্রশ্ন করেছি। হুজুর বার বার কসম ভাঙার জন্য কি আমার ঈমান চলে যাবে?
***আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো?