আমি মেয়ে মানুষ,এই ওয়াসওয়াসার সমস্যা নিয়া ভুগে ভুগে হয়রান।আমার প্রশ্নগুলা দেখেন প্লিজ।
১/কাবিনামাম সম্পর্কে আমার জামাই কিছুই জানে না।কাজি চার শর্তে(মানসিক সমস্যা, পুরুষত্বহীন,বনিবনা না হলে,শারিরক ও মানসিক নির্যাতন করলে)মেয়ে তালাকের অধিকার পাবে ১৮ নং ছকে নিজে নিজে এটা লিখে দিছে।মেয়ে বা ছেলে কেউ-ই সেটা জানে না।
একদিন মেয়ে জেনে ছেলেকে সেটা জানালো।ছেলে বললো জানি না তো,মেয়ে বললো তাহলে কি এখন অধিকার দিলা?ছেলে বললো,ওকে।তোমার একটা স্বাধীনতা আছে না?দিলাম অধিকার।
মেয়ে বললো এটা কি করলা,জানোই তো আমার ওয়াশওয়াশা।ছেলে বললো তোমাকে পটাইছি মানে খুশির জন্য বলছি।এমনি বলছি।
ছেলে আজ আবার বললো এ অধিকার তোমার নাই,শুধু আমার।এখন মেয়ে কি আসলে এ অধিকার পেলে সেদিনের কথার জন্য?ছেেলে তো কিছুতেই স্বীকার করছে না আর এখন।
২/ তালাকের অধিকার যদি সেদিন সে দিয়েও থাকে সত্যি সত্যি এবং পরে ফিরিয়ে নেয় তাহলে কি অধিকার বহাল থাকবে?মানে পেয়ে থাকবেই?
৩/স্ত্রী একদিন ফোনে ঝগড়া করছে তো স্ত্রী বলতেছে "তোমার আমার বন্ধুত্ব শেষ" ( তারা অনেক ভাল বন্ধু)। তো স্বামী বলতেছে, আমি তোমার বেস্ট ফ্রেন্ড রাগ করবা না.. তখন স্ত্রী বলতেসে "" না, অন্য সবার যেমন সংসার থাকবে আমাদেরও সংসার থাকবে কিন্তু বন্ধুত্ব না "তখন স্বামী বলতেছে এমন করবা না প্লিজ,রাগ করবা না.. অনেক জোরাজুরির পর তারপর স্বামী অভিমানে বলতেছে যে ঠিক আছে "বন্ধুত্ব যেহেতু নাই আর কিছুর দরকার নাই "সে মূলত এটা স্ত্রীকে বলছে যেন সে তার বন্ধু এটা স্ত্রী বলে।পরে বউ বলছে ঠিক আছে,আমরা বন্ধু। এখন স্বামীর এমন কথা দ্বারা কি কোন সমস্যা হবে?""বন্ধুত্ব যেহেতু নাই আর কিছুর দরকার নাই,বন্ধুত্ব শেষ হলে আর কি আছে? " এটার দ্বারা কি তালাক হয়?তার উদ্দেশ্য তো ছিলো না এমন কিছু।
৪/
নামাজে সূরা যেভাবে পড়ি মনে মনে শব্দহীনভাবে এভাবে তালাক দিলে কি তালাক হয়?
মানে এটা বুঝানো হয়েছে যে স্বাভাবিকভাবে ঠোঁট নাড়িয়ে তালাক দিয়েছে উচ্চারন করে,বাট শব্দ হয় নাই।এতে কি তালাক হবে?
৫/কাবিনামায় অধিকার আছে বাট মেয়ে তালাকের অধিকার নিজেই চায় না,এটা কি বাদ দেওয়ার কোন রাস্তা নাই এখন?
**স্বামী যদি নতুন করে তালাকের অধিকার ফিরিয়ে নিতে চায় যে সেটাকে স্ত্রীকে দিবে না তাহলে কি ফিরিয়ে নিতে পারবে?
** তখন সিগনেচার করছে না জেনে,বিয়ের পর জেনে বলছে আচ্ছা দিলাম অধিকার সমস্যা নাই,এরপর বউ এর ওয়াসওয়াসার সমস্যা দেখে বলছে নাহ এটা শুধু তার অধিকার এতে কি বউ অধিকার পাচ্ছে?নাকি অধিকার শেষ?
৬/জামাই-বউ প্রেম চলাকালীন ঢং করে বউ বলতেছে,আমি তোমার কি?জামাই বলতেছে,বন্ধু।বউ বললো আর কিছু না?জামাই বলতেছে,বন্ধু-ই তো যথেষ্ট।এ কথার দরুন কি কোন সমস্যা হবে?
৭/ ছয় নাম্বারের কথা অনুসারে বউ যখন বললো আমি তোমার কি?জামাই ঢং করে বললো,বন্ধু আমরা,আর কি দরকার?এতেই তো চলে,আর কিছু না..এতে কি সমস্যা হবে?এখানে কোন নিয়ত-ই ছিলো না অন্য কিছুর কারন তাদের প্রেম চলছিলো কলে(এই কাপলদের কাছে বন্ধুত্ব অনেক গুরুত্বপূর্ণ, তারা মনে করে স্বামী-স্ত্রীর মাঝে এটা সবার আগে দরকার মানে বন্ধুত্ব)এখন তার স্বামী যে বললো,বন্ধু হলেই তো চলে,আ কিছু না।এতে কি সমস্যা হবে?
৮/আবার একদিন স্বামী আমার সাথে ফোনে কথা বলার সময় আমি জিজ্ঞেস করলাম কি করো?সে বললো,এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি।মানে প্রাক্তন প্রেমিকা।কথাটা আমাকে বলছে...কারন আমার বিয়ের আগে তার সাথে সম্পর্ক ছিলো,এখন তো বউ।তাই মজা করে বললো প্রাক্তন প্রেমিকা।এতে কি বৈবাহিক সম্পর্কে সমস্যা হবে?
৯/ মাসিক অবস্থায় সহবাস করা যায় না, স্ত্রী জানে এখন এসব হারাম।এরপর স্ত্রী যদি মজা করে বলে, কি? তুমি কি কিছু করতে চাও নাকি?তখন স্বামী যদি বলে,তুমি যে বলো এসব হারাম,তো তুমি তো হারাম। মানে এই মুহূর্তে সহবাস হারাম এটা বুঝাইছে।এতে কি তালাক হবে?