তালাকের ওয়াসওয়াসার রুগি আমি।অধিকার আছে এ কথা জানার পরেই এ সমস্যায় ভুগা শুরু।
আজ ২ দিন একটু ঠান্ডা ছিলাম।
স্বামীর সাথে ভিডিও কলে লথা বলে শেষে মুখে দুষ্টামি করে অদ্ভুত একটা শব্দ করলাম। শব্দটা হচ্ছে ২ ঠোঁট এক সাথে করে বা মিলিয়ে ভিতর থেকে হাওয়া বের করে অদ্ভুত শব্দ করা।
বাচ্চারা প্রায়-ই এটা করে।আমরা তাদের হাসানোর জন্যও এমন ঠোঁটে ঠোঁটে অদ্ভুত শব্দ করি।
তো ওর সাথে হাসি দিয়ে এ ফাজলামিটা করছি আমি।
১/ এরকম ফাজলামি যখন করি তখন ওর মুখের দিকে তাকিয়ে "" তালাক,তালাক" এমন শব্দ মনে আসছিলো।এইদিকে মুখে ঠোঁটে সেই অদ্ভুত শব্দ চলতেছে।এতে কি তালাক হবে?
২/ তালাকের অধিকারে আছে (নিরুদ্দেশ হলে,শারীরিক সমস্যা হলে,বনিবনা না হলে,শাররিক ও মানসিক নির্যাতন করল) স্ত্রী দিতে পারবে।
এ শর্তগুলা না পাওয়া গেলে কি কোনভাবেই স্ত্রী তালাক দিতে পারবে?
৩/স্বামী তার স্ত্রীকে অনেক ভালোবাসে,আর সে তাকে স্বাধীনতা দেয়(তার বিশ্বাস তার বউ ভুল পথে যাবে না)তাই কোন কাজে বাঁধা দেয় না তেমন।কারন তার স্ত্রী উড়নচন্ডী না,শান্ত,চুপচাপ।
তো কাজ-কর্মের,ঘুরার স্বাধীনতা দেওয়া প্রসঙ্গে যদি বলে '"তুমি মুক্ত,স্বাধীন,উড়ো তুমি""।এতে কি তালাক হয়ে যাবে?
এখানে তো কোন নিয়ত-ই নাই,এমন পরিবেশ,পরিস্থিতি কোনটাই নাই।
উল্টো ভালোবেসে বলছে,তুমি স্বাধীন,মানে তোমার মতামতকে আমি সম্মান জানাই।
৪/ স্বামী অনেক সময় বলে "তোমাকে স্বাধীনতা দিলাম "এতে কি তালাক হয়ে যাবে?জাস্ট কাজের স্বাধীনতা,অন্য কিছুই না।
৫/ স্বামী রসিক মানুষ, আর স্বাধীনতায় বিশ্বাসী।
সে তার বউকে বলে তুমি স্বাধীন,মুক্ত,পাখির মতো উড়বা,ঘুরবা,তা না করে ঘরে বসে থাকো,এতে কি তালাক হবে?
বিঃদ্রঃ -সে জানতোও না তখন এরকম স্বাধীন,মুক্ত,ছেড়ে দিলাম শব্দ দ্বারা যা সমস্যা হয়
৬/স্ত্রী একদিন বললো,তুমি কি আমাকে অনুমতি দিচ্ছো সেখানে যাওয়ার?স্বামী বললো দিবো না কেন?তুমি তো স্বাধীন,তোমার একটা মতামত আছে না?অবশ্যই তোমার স্বাধীনতা আছে।সল প্রায়-ই এমন কথা বলে।এতে কি সমস্যা হবে?
৭/মনে মনে তালাকের নিয়ত করে,মুখে ইচ্ছে বা অনিচ্ছেকৃতভাবে "" হুম"" বলে উঠলে কি তালাক হয়ে যাবে?
৮/মনে মনে তালাকের নিয়ত করছে এটা না করলে তালাক,ঠিক তখন আরেকজন বললো ভাত খাবে?সে বললো "হুম"" এতে কি সমস্যা হবে?
৯/ কাবিনে কিছু শর্ত দিয়ে অধিকার দিছিলো,যা স্বামী জানে না।পরে বউ তাকে কাবিনের ব্যাপারে জানালো।বউ বললো,এখন তো তুমি জানো,এখন কি তুমি চাও অধিকার পাক তোমার বউ?সে বললো,আচ্ছা পাইলা আর কি।
এই যে সে মুখে বললো "" পাইলা আর কি"এদিকে সে কিন্তু কোন শর্ত রাখে নি।বাট কাবিনে ৪ টা শর্ত আছে।
এখন বউ কি শর্তহীনভাবে অধিকার পেয়ে গেলো?যেহেতু পরে মৌখিকভাবে পাইলা আর কি বলছে?নাকি কাবিনের শর্তযুক্ত অধিকার-ই থাকবে