আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
270 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
যদিও ওয়াসওয়সার রুগি বলে একটা সমাধান দিয়েছেন তবুও টেনশন তো আমার পিছে ছাড়ে না।নতুন নতুন টেনশন।
কাল রাতে তালাক নিয়া পোস্ট এদিকে লিখে ঘুমানোর পর থেকে ঘুমে অনেক উল্টাপাল্টা দেখছি তালাক নিয়া।
১/ ঘুমে যে উল্টাপাল্টা কি দেখলাম কিছুই তো স্পষ্ট না,তবে তালাক নিয়াই দেখলাম, বার বার এ শব্দটা বা কি জানি বলছি।
**ঘুমের মাঝে এরকম সমস্যা হলে কি তালাক হয়?
**ঘুমের হালকা ঘোরের মাঝে এ সমস্যা হয় তাহলে কি তালাক হয়?
**স্পষ্ট না কি দেখছি ঘুমে তাহলে কি তালাক হবে?

২/সকালে ঘুম থেকে উঠার পর নতুন করে শুরু হলো হুরমাত নিয়া।আমি একজন বিবাহিত মেয়ে,
ভাইয়ের ছেলেকে খালি গায়ে চুমো দেওয়ার সাথে সাথে উত্তেজনা অনুভব করলাম।আস্তাগফিরুল্লাহ, এতে কি হুরমাতের বিধান সাব্যস্ত হবে?

৩/হুরমাতের বিধান পড়েছি আমি।তবুও আরেকটা জিনিস ক্লিয়ার হতে চাই। ভাই-বোন এমন পাপ করলে কি হুরমাতের বিধান সাব্যস্ত হয়?

৪/মাহরামের ভিতর হুরমাতের বিধান শুধু কাদের নিয়া সাব্যস্ত হয় মেয়েদের পক্ষ থেকে?শুধু বাবা,ছেলে,শ্বশুড় আর ভাইয়ের সাথে এমন কিছু হলে?শুধু এই ৪ মাহরামের ক্ষেত্রে?
নাকি ভাইয়ের ছেলে,দাদা,নানা,জেঠা এদের ক্ষেত্রেও হবে?

৪/পুরুষের ক্ষেত্রে হুরমাতের বিধান মাহরামের ভিতর শুধু মা,কন্যা,শ্বাশুড়ি আর বোন নিয়া হয়? ভাইয়ের মেয়ে,নানী,দাদী নিয়া কি হয়?

1 Answer

0 votes
by (682,440 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
**ঘুমের মাঝে এরকম সমস্যা হলে তালাক হয়না।
**ঘুমের হালকা ঘোরের মাঝে যদি এ সমস্যা হয়, তাহলেও তালাক হয়না।
**স্পষ্ট না কি দেখছেন ঘুমে, তাহলেও তালাক হবেনা।

বিস্তারিত জানুনঃ- 

(০২)
এতে হুরমাতের বিধান সাব্যস্ত হবেনা।

(০৩)
হাদীস শরীফে এসেছেঃ- 

عن أبي ہانيء رضي اللّٰہ عنہ قال: قال رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم: من نظر إلی فرج امرأۃٍ لم تحل لہ أمہا ولا ابنتہا۔ (المصنف لابن أبي شیبۃ ۳؍۴۶۹ رقم: ۱۶۲۲۹ بیروت)

সারমর্মঃ
রাসুলুল্লাহ সাঃ ইরশাদ করেছেন,কেহ যদি কোনো মহিলার লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করে,তাহলে তার মা ও তার মেয়ে তার জন্য কোনো ভাবেই হালাল হবেনা,(তার মা ও তার মেয়েকে কোনো ভাবেই বিবাহ করা তার জন্য জায়েজ হবেনা।)

عن شعبۃ قال: سألت الحکم وحمادًا عن رجل زنی بأم امرأتہ، قالا: أحب أن یفارقہا۔ (المصنف لابن أبي شیبۃ ۳؍۴۶۹ رقم: ۱۶۲۳۳ دار الکتب العلمیۃ بیروت)
সারমর্মঃ-
শু'বা রহ: থেকে বর্ণিত,তিনি বলেন আমি  হাকাম এবং হাম্মাদ রহঃ কে জিজ্ঞাসা করলাম যে একজন ব্যাক্তি তার স্ত্রীর মায়ের সাথে সহবাস করেছে,তারা উভয়ে বললেন তার স্ত্রী তার থেকে পৃথক হয়ে যাওয়াকেই পছন্দ মনে করছি।

হুরমত কাদের কাদের মাঝে হয়ঃ-
★শরীয়তের  বিধান মতে, নিজ কন্যার সাথে যিনা করলে বা কামভাব নিয়ে উত্তেজনার সাথে আবরণ ছাড়া স্পর্শ করলে নিজ স্ত্রী তথা ওই মেয়ের মায়ের সাথে স্পর্শকারীর বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণ ভেঙ্গে যায় এবং স্ত্রী তার জন্যে চিরতরে হারাম হয়ে যায়।
তাই কন্যা বালেগা হবার নিকটবর্তী (সাধারণত কমপক্ষে ৯ বছর) হয়ে গেলে তাকে স্পর্শ করার ক্ষেত্রে পিতার এবং ছেলে বালেগ (সাধারণত কমপক্ষে ১২  বছর) হয়ে গেলে তাকে স্পর্শ করার ক্ষেত্রে মায়ের খুবই সর্তক থাকা উচিৎ।

★প্রথম মাসআলাটি ছিল পিতা-মাতার দিক থেকে। একই কাজ যদি সন্তানের দিক থেকে হয় তবুও পিতা মাতার বিবাহ ভেঙ্গে পরস্পর চিরতরে হারাম হয়ে যাবে। কাজেই মা-কে স্পর্শ করার ক্ষেত্রে পুত্র ও বাবাকে স্পর্শ করার ক্ষেত্রে কন্যার খুব সতর্কতা আবশ্যক।

★উপরোক্ত দুটি মাসআলার মতই শ্বশুর কর্তৃক পুত্রবধূ এবং শাশুড়ি কর্তৃক জামাইকে স্পর্শ করার বিধান। অর্থাৎ শর্তগুলি পাওয়া গেলে স্বামী স্ত্রী পরস্পর হারাম হয়ে যাবে।

★যদি কোন পুরুষ কোন মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয় অথবা কামভাব নিয়ে আবরণহীন তাকে স্পর্শ করে অথবা কামভাব সহকারে মহিলার লজ্জাস্থানের খানিকটা ভিতরাংশে তাকায় অথবা নারী পুরুষের লজ্জাস্থানে তাকায় তাহলে ঐ পুরুষের জন্য ওই মহিলার মা এবং মেয়ে সম্পূর্ণ হারাম হয়ে যায়। আর যদি সেই ব্যক্তি পূর্ব থেকেই ঐ মহিলার মেয়েকে বিবাহ করে থাকে, তাহলে তার সেই স্ত্রী চিরতরের জন্য হারাম হয়ে যাবে।

বিস্তারিত জানুনঃ- 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
ভাই-বোন এমন পাপ করলে হুরমাতের বিধান সাব্যস্ত হয়না।

(০৪)
মেয়েদের পক্ষ থেকে শুধু বাবা,ছেলে,শ্বশুড় এর সাথে এমন হলে হুরমতের বিধান সাব্যস্ত হয়।

এ ছাড়া গায়রে মাহরাম যেকোনো পুরুষ এর সাথে হুরমতে শর্তাবলি পাওয়া যায় এমন কাজ করলে সেই ঐ মহিলার জন্য ওই পুরুষ এর বাবা এবং ছেলে সম্পূর্ণ হারাম হয়ে যায়। আর যদি সেই মহিলা পূর্ব থেকেই ঐ পুরুষ এর ছেলেকে বিবাহ করে থাকে, তাহলে তার সেই স্বামী চিরতরের জন্য হারাম হয়ে যাবে।

(০৫)
পুরুষের ক্ষেত্রে হুরমাতের বিধান শুধু মা,কন্যা,শ্বাশুড়ির সাথে সাব্যস্ত হয়।

এ ছাড়া গায়রে মাহরাম যেকোনো মহিলার এর সাথে হুরমতে শর্তাবলি পাওয়া যায় এমন কাজ করলে সেই ঐ ঐ পুরুষের জন্য ওই মহিলার মা এবং মেয়ে সম্পূর্ণ হারাম হয়ে যায়। আর যদি সেই ব্যক্তি পূর্ব থেকেই ঐ মহিলার মেয়েকে বিবাহ করে থাকে, তাহলে তার সেই স্ত্রী চিরতরের জন্য হারাম হয়ে যাবে।

বিস্তারিত উপরে উল্লেখ রয়েছে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
হুজুর দয়া করে এটার উত্তর দিয়ে পেরেশানি মুক্ত করুন,ভাইয়ের ছেলেকে নিয়ে টানাটানি করতেছিলাম হাজবেন্ড দুষ্টামি করে বললো তুমি ওকে ধর্ষন করতেছো নাকি?আমি বললাম এসব কি কথা,সে তো মাহরাম।
এইরকম কথার কারনে কি বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হবে?
by (682,440 points)
এইরকম কথার কারনে বৈবাহিক সম্পর্কে কোন সমস্যা হবেনা।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 246 views
...