আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। বিস্তারিত জানতে চাই।আমাদের প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চার জিনিস থেকে পানাহ না চেয়ে আমার কোনো উম্মত যেন সালাম না ফেরায়!!
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ
হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন-মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে।
এই দোয়াটা কি দোয়া মাছুরা শেষে ফরজ, সুন্নাত, নফল এই তিন নামাজে পড়া যাবে?? না শুধু নফল নামাজে পড়া যায়?