আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
151 views
in সালাত(Prayer) by (18 points)
আসসালামু আলাইকুম,
সম্মানিত শায়েখ; গতকাল ঈদের জামাতে ইমাম সাহেব অতিরিক্ত  ৬ তাকবীরে নামাজ পড়াতে যেয়ে শেষ রাকাআতে এক তাকবীর কম দিয়েছিলেন। এমন সময় পেছনের প্রায় ৫০০শ মানুষ লোকমা দিয়ে নামাজ ছেড়ে দিয়েছে।
কর্তৃপক্ষ ঝামেলা এড়াতে আবার নামাজ পড়ানোর অনুরোধ করেন। এবার দ্বিতীয় রাকাআতে তিন তাকবীরের জায়গায় ৪ তাকবির দিয়ে ফেলেন ইমাম সাহেব। মানুষ লোকমা দিয়ে নামাজ শেষ করলেও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

উপস্থিত একজন মুফতি সাহেব ফতোয়া দেন যে; বড় জামাত (প্রায় ২ হাজার লোক উপস্থিত ছিল) হওয়ায় নামাজ হয়ে গেছে।

কিন্তু কিছু হাফেজ (আশেপাশের মসজিদ পরিচালনা করেন যারা) তারা ব্যাপারে ভিন্ন মত পোষণ করছেন।

তাহলে কি নামাজ হয়েছে?

1 Answer

0 votes
by (573,960 points)
edited by
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


হাদীস শরীফে এসেছেঃ- 

سفيان بن عيينة يقول سمعت عطاء ابن ابي رباح يقول سمعت عبد الله بن عباس يقول اشهد علي رسول الله صلي الله عليه وسلم انه كبر في صلاة العيدين في الأولي سبعا سوي تكبيرة الاحرام وفي الثانية خسما سوي تكبيرة القيام ـ وهذا اصح اسنادا ـ واوثق رجالا واثبت لفظا لانه جاء بقوله سمعت اخرجه الشافعي في الام ـ 

অর্থঃ ইমাম শাফেয়ী (রঃ) বলেন- আমি সুফিয়ান বিন উয়াইনাকে বলতে শুনেছি, তিনি বলেন ঃ আমি আতাআ বিন আবু রাবাহকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি আবদুল্লাহ বিন আব্বাসকে বলতে শুনেছি, তিনি বলেন- আমি রাসূলুল্লাহ (সঃ) এর নিকট উপস্থিত ছিলাম। তিনি দু’ঈদের সালাতের প্রথম রাকআতে তাকবীরে তাহরীমা ব্যতীত সাত তাকবীর দিয়েছেন এবং দ্বিতীয় রাকআতে দাঁড়ানোর তাকবীর ব্যতীত পাঁচ তাকবীর দিয়েছেন।

এ হাদীসের সনদ অধিক ছহীহ এবং রাবীগণ অধিক নির্ভরযোগ্য এবং অধিক প্রতিষ্ঠিত শব্দে বর্ণিত কেননা এ হাদীস সামিতু (আমি নিজে শুনেছি) শব্দ-দ্বারা এসেছে (কিতাবুল উম, ১ম খন্ড, ২৩৬ পৃঃ)।

اما ا لسهو فى تكبيرات العيد، فهو يتحصيلها فى غير محلها، او بالزيادة فيها، أو بالنقصان عنها، او بتركها، ففى كل ذلك يجب سجود السهو (المحيط البرهانى، كتاب الصلاة، الفصل السابع عشر، سجود السهو-2/313، رقم-1866، التاتارخانية-2/399، رقم-2787، الجوهرة النيرة، كتاب الصلاة، باب سجود السهو-1/92)
সারমর্মঃ-
ঈদের নামাজের তাকবির গুলো স্ব স্ব স্থান ব্যাতিত অন্য স্থানে আদায় করা অথবা বেশি করা অথবা কম করা অথবা ছেড়ে দেয়া প্রত্যেকটি ছুরতেই সেজদায়ে সাহু আবশ্যক হবে।

ولا ياتى الإمام بسجود السهو فى الجمعة والعيدين دفعا للفتنة بكثرة الجماعة (حاشية الطحطاوى على مراقى الفلاح-465، الفتاوى الهندية-1/128)
জুম'আ ও দুই ঈদের নামাজে ইমাম সাহেব সেজদায়ে আদায় করবেনা,জামায়াতের আধিক্যের কারনে ফিতনাহ হতে বাঁচার তাগিদে।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
ঈদের সালাতে অতিরিক্ত তাকবীর ভুলে না পড়লে তার উপর সেজদায়ে সাহু আবশ্যক হয়।

সেই হিসেবে প্রশ্নে উল্লেখিত ১ম বার নামাজের ছুরতে দ্বিতীয় রাকাতের অতিরিক্ত তাকবীর না বলায় সেজদায়ে সাহু আবশ্যক হয়েছিল।

আর ঈদ ও জুমআর নামাযে জামাত যেহেতু বিশাল হয়। যে কারণে সেজদায়ে সাহু দিলে পিছনের মুসল্লিদের মাঝে বিশৃংখলা সৃষ্টির আশংকা হয়, তাই যেহেতু এক্ষেত্রে শরীয়তের বিধান মতে সাহু সেজদা দেয়ার প্রয়োজন থাকে না,সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে ১ম বারের নামাজই শুদ্ধ হয়ে গিয়েছে।

২য় বার আদায়ের জরুরতই ছিলোনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 110 views
...