আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
3,504 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (37 points)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

উস্তাদ,

১) মাহফিলে কুরআন হাদিসের বয়ান করার নিয়ম এবং কৌশল সম্পর্কে জানতে চাই, যে নিয়মে ওলামায়ে কেরাম বয়ান শুরু থেকে সারাংশ টেনে শেষ করেন।

২) ৫/১০ মিনিটের কোনো বয়ান করতে কেমন কৌশল অবলম্বন করা উচিত যাতে বয়ানের বিষয়বস্তু সুন্দরভাবে শ্রোতাদের বুঝে এসে যায়।

৩) বয়ান শুরুর প্রথম এ শুক্রিয়া আদায়সহ যে দোয়াটা পড়া হয় সেটা আরবিতে হরকত সহ পেলে সুবিধা হয়। যেমন, হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরও কী সুন্দর করে শুরুর দোয়াটা পড়েন, ওটা হলেও ভাল হয়।

জাজাক আল্লাহ

1 Answer

0 votes
by (575,580 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم 

(১.২)
আল্লাহর প্রশংসা এবং রাসুল সাঃ এর প্রতি দরুদ মূলক কোনো খুতবা বলবে।  
,
যেই বিষয়ারি বয়ান করতে ইচ্ছুক,সেই বিষয় সম্বলিত আয়াত এবং হাদীস পাঠ করবে ।      
,
বাংলায় বয়ানের শুরুতেও আল্লাহর প্রশংসা করা এবং
অতঃপর রাসুলুল্লাহ সাঃ এর উপর নিজে দরুদ পড়বে,এবং শ্রোতারাও দরুদ পড়ার চেষ্টা করা ।    

আল্লাহ তায়ালা  ইরশাদ করেন, ‘অবশ্যই আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর প্রতি সালাত প্রেরণ করেন। হে মুমিনরা! তোমরাও তাঁর প্রতি যথাযথ সালাত ও সালাম পেশ করো।’ (সুরা : আহজাব, আয়াত : ৫৬)

আলী (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘সেই ব্যক্তি কৃপণ, যার কাছে আমার নাম উচ্চারণ করা হলে দরুদ পাঠ করে না।’ (মিশকাত, হাদিস : ৯৩৩)
,

অতঃপর আল্লাহর যেই বিষয় নিয়ে বয়ান করতে ইচ্ছুক,সেই বিষয় সকলের সামনে বলে সেটার ব্যখ্যা,কুরআন হাদীস থেকে তার স্বপক্ষে দলিল,দিয়ে একটি তথ্যনির্ভর আলোচনা পেশ করবেন।  চাইলে কোনো আম্বিয়া বা বুযুর্গানে দ্বীন থেকে ঘটনা পেশ করতে পারেন।
,
এই বিষয় অনেক কিতাব রয়েছে,সেগুলো পড়ুন।

মাওলানা হেমায়াত সাহেব দাঃবাঃ এর বয়ান ও খুতবা থেকেও সাহায্য নিতে পারেন।
এবং অভিজ্ঞ দের থেকে পরামর্শ নিতে পারেন।       

(০৩)
অনেক খুতবাই বক্তা গন পেশ করেন।
কিছু নিম্নে দেওয়া হলোঃ

إن الحمدَ للهِ نحمَدُهُ سُبحانَه وتَعالَى وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُه، وَنَعُوذُ باللهِ مِنْ شُرورِ أَنْفُسِنَا وَسَيِّـئَاتِ أَعْمَالِنا، مَن يهدِ اللهُ فلا مُضِلَّ لَهُ ومن يُضلِلْ فلا هَادِيَ لهُ، وأُصَلِّي وأُسَلِّمُ على سيدِنا محمدٍ وعلى ءالِه وصحبهِ، وأشهدُ أن لا إلهَ إلا اللهُ وحدَهُ لا شريكَ له ولا مَثيلَ لَهُ ولا ضِدَّ ولا نِدَّ لَهُ ولا ولا والدَ ولا ولدَ وَلا صاحِبَةَ لَهُ، وأَشْهَدُ أنَّ سيدَنا وحبيبَنا وعظيمَنَا وقائِدَنا وقرَّةَ أعيُنِنا محمدًا عبدُه ورسولُه وصفيُّه وحبيبُه، صلى اللهُ على سيدِنا محمدٍ وعلى كلِّ رَسُولٍ أرسَلَهُ.
.
إنَّ الحمدَ للهِ نحمَدُهُ ونستعينُهُ ونستهدِيهِ ونشكرُهُ ونستغفِرُهُ ونتوبُ إليهِ، ونعوذُ باللهِ مِنْ شرورِ أنفسِنا ومِنْ سيّئاتِ أعمالِنا، مَنْ يهدِ اللهُ فلا مُضِلَّ لهُ ومنْ يُضْلِلْ فلا هاديَ لَهُ وأشهدُ أنْ لا إلهَ إلا اللهُ وحدَهُ لا شرِيكَ لهُ ولا مثيلَ لهُ ولا ضِدَّ لهُ ولا نِدَّ لهُ ولا شكلَ لهُ ولا صورةَ لهُ ولا أعضاءَ لهُ ولا جوارحَ لهُ ولا جهةَ لهُ ولا مكانَ لهُ. وأشهدُ أنّ سيّدَنا وحبيبَنا وعظيمَنا وقائدَنا وقُرَّةَ أعيُنِنا محمّدًا عبدُهُ ورسولُهُ وصفيُّهُ وحبيبُهُ، صلّى اللهُ على سيدِنا محمد صلاةً يَقضي بها حاجاتِنا ويفرِّجُ بها كُرُباتِنا وسلّمَ عليهِ وعلى ءالهِ وإخوانِهِ النّبيِّينَ والمرسلينَ سلامًا كثيرًا.
.   
এখান থেকে কিছু সংগ্রহ করতে পারেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...