আসসালামু আলাইকুম হুজুর,
(১) কয়েক দিন আগে এক হুজুরের বয়ানে শুনেছিলাম এই রকম কথা - (যেটি আমার আরবি উচ্চারণ ভুল হতে পারে)
আল্লাহ সমস্ত রুহকে জিজ্ঞেস করেছিল – আলাস কুবি রব্বিকুম। যার অর্থ আমি কি তোমাদের রব নয়।
উত্তরে সমস্ত রুহ বলেছিল – কলু বালাহ । (হ্যাঁ আপনিই আমাদের রব।)
এই বয়ান শুনার পর কোন একদিন আমি একা একা এই বাক্য দুটি উচ্চারণ করেছি। ( আমার যতদূর মনে পরে নিজের উদ্দেশে নয়, এমনিতেই )
আলাস কুবি রব্বিকুম।
কলু বালাহ ।
এখন হটাত করে বিষয়টি মনে পড়ে ভয় লাগছে। এই বাক্য কি আমার উচ্চারণ করা ভুল হয়নি তো ? এতে কি ঈমানে কোন সমস্যা হবে?
(২) আমার বিবি অনেক সময় বলে - আমার আবার কিসের ঈদ ? আমার জন্য ঈদ না। এতে কি ঈমানের কোন সমস্যা হবে?
(৩) মাসিকের সময় কোন মহিলা দোয়ার উদ্দেশে সেজদা করে দোয়া করলে কোন সমস্যা হবে?
(৪) লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করার সময় যখন লা ইলাহা এইটুকু পড়ি তখন কেউ আমাকে সালাম দিলে আমি সালামের উত্তর দেই। বাকিটুকু আর পড়ি নাই মনে হয়। এখন কি এতে কোন সমস্যা হবে ? আরেক দিন এই জিকির করার সময় লা ইলাহা এইটুকু পড়ার পর কোন কারণে বাকিটুকু আর পরা হয় নাই। এতে কি কোন সমস্যা হবে?