১. আমার ভাই প্রচন্ড একরোখা ওর কিছু মানসিক সমস্যা ও আছে। কালকে আম্মা কি একটা কথা বলার প্রেক্ষিতে সে বলে উঠে সে ইহুদী, শুনে তাকে ধমকানো শুরু করি। এবং বলি কলিমা শাহাদত পরে ইমান দেহরানোর জন্য সে শরমে পরে না হাসে,পরে আম্মু একটু অংশ বলেছেন এটা শুনে সে বলেছে, এভাবে কলিমা শাহাদাত পাঠ করে তার কি, ইমান দোহরানো হয়েছে? তার কালকের রোজাও কি নষ্ট হয়েছে?
২. রাতে আরেকটা টপিকে আলাপ উঠলে আব্বু তাকে গালাগালি শুরু করেন। পরে রাগ করে বলেন, "যা যা কফের হয়ে যা, সমস্যা নাই" (রাগ করে বলেছেন বুঝাই যাচ্ছিলো) পরে আরো বলেন, " নিজেই তো সকালে বলে দিলে নিজেরে ইহুদি" একটু পরে এটাও বললেন " আমিতো কোরআন পড়াইলাম, আর কিতা করতাম"
এভাবে রাগ করে কাফের হওয়ার কথা বলার জন্য উনিও কি কাফের হয়ে গেছেন? উনার কি বিবাহ দোহরাতে হবে?উনার হজ করেছিলেন তা ও কি পুনরায় করতে হবে?
৩. আমরা দুই ভাই,(২৪,১৯)। তার সব এমনিতে ঠিক ইন্জিনিয়ারিং পড়াশোনা ও করছে, একটু সহজ সরল। কিছু ওসওয়াসার রোগ আছে ওর এখন, আমারো কুফরের ওসওয়াসা। আমরা দুই ভাই এর সামনে, আম্মু যদি আব্বাুকে বলে " আমি আমাকে ১০ হাজার টািকা কাবিনে তোমার কাছে বিবাহ দিলাম" আব্বু যদি বলে "আমি কবুল করলাম" তবে কি বিবাহ হয়ে যাবে?
৪.আমার পরিবারে কথা কি বলবো, বাবা আর ভাই, এরা কখন কি বলে তার নাই ঠিক, আমার নিজের ই ওসওয়াসার সমস্যা দিনে কতো প্রশ্ন মাথায় ঘি্ুরে, তার উওর বাড়ি এলে এরার বিভিন্ন কথায় ও টেনশনে থাকি, যে এদের ইমান গেলো কি না, বিবাহ নষ্ট হলো কি না, এক্ষেত্রে কি করনীয় আমার?
৫.বউ যদি বলে "আমার অত লম্বা দাড়ি ভালা লাগেনা,অন্যরার থাকুক সমস্যা না" "দাড়ি রাখার আগে সুন্দর লাগতো" "তুমি তো হুজুর ওই যাইরায়" " আমি কখনো ইরম দাড়িওয়ালা বিয়া করমু ভাবছিনা" " আমি হুজুর জামাই কখনই চাইনা"
ইত্যাদি বললে সে কি কাফের হয়ে যাবে?
(কখণই সে ঠাট্টা করে নি এগুলো নিয়ে, সে মানে এগুলো সুন্নাহ /ওয়াজিব এবং ভালো, তাও তার মতামত জানালো যে সে চায় না)
৬. কেও যদি একটা এনিমেশন শেয়ার করে, যেখানে একটি এনিমেশনকে দেখানো হচ্ছে রমজান মাস, আরেকটি এনিমেশন কে দেখানো হচ্ছে মানুষ। তখন ওই যে এনিমেশন দিয়ে রমজান মাস বুঝাচ্ছে সে ওই মানুষকে বলছে, তোমার ইমানের খেয়াল রেখে আমি চলে যাচ্ছি, এইসব এনিমেশন শেয়ার করলে দেখলে, রিয়েক্ট দিলে, কি গুনাহ হবে? না কি কুফর ও হবে?
৭. স্বামী স্ত্রী একে অপরে সবার সামনে বয়ফ্রেন্ড /, গার্লফ্রেন্ড হিসাবে পরিচয় করালে, বা প্রচার করালে কি বিবাহে সমস্যা হবে?
৮. বিয়ে হয়েছে আলাদা থাকে এমন দম্পতি যদি তাদের সংসার/ সমাজিক ভাবে আনুষ্ঠানিক বিয়ে বুঝাতে, বলে " আমাদের বিয়ের পরে এটা করবো"/ " আমাদের বিয়ে হয়ে যাক আমাদের তারপর আমরা এটা করবো" এভাবে বললে কি বিবাহ নষ্ট হয়ে যাবে?
৯. আরবি ভাষার উচ্চারণ পদ্ধতি নকল বাংলা ভাষায় কেও যদি মজা করে বিভিন্ন কথা বলে (ভালো /খারাপ) সে কি কাফের হয়ে যাবে?
১০. কেও যদি তার মায়ের /মেয়ের ব্যবহারের কাপড় তার শরীরে বা লিঙ্গে ঘষিয়ে উত্তেজিত হয়, এতে কি হুরমত হবে
১১. আমার মনে হচ্ছে অনেক আগে আমি পেচা ডাকলে মানুষ মরে এরকম কুসংস্কারে কিছু বিশ্বাস করতাম, কিন্তু মনে হচ্ছে না বুঝ হওয়ার পর এসবে বিশ্বাস করেছি, আমার বিবাহ কি দুহরাতে হবে এজন্য?,(,২ বছর হয়)
১২. একটি ফানি ভিডিওতে একজন বড় দাড়িওয়ালা চায়নিজ মানুষের জন্য অপরজন বিরক্ত হচ্ছিলো তখন সে বলে তর দাড়ি নডুলস বানিয়ে খেয়ে ফেলবো। ভিডিওর এই কথা শুনে কেও হেসে ফললে কি কুফর হবে?