আসসালমুআলাইকুম হুজুর,
আমি খুবই ওয়াসওয়াসা গ্রস্ত মানুষ। চরম ওয়াসওয়াসা। https://ifatwa.info/74130/ এই লিংকের ৯ নম্বর প্রশ্নের উত্তরে বলা হয়েছে,
এই রকম ভাবার জন্য ঈমানের বা বৈবাহিক সম্পর্কের কোনো সমস্যা হবেনা। আর কোনো তালাক ও হবে না । আর বলা হয়েছে নিচের বাক্য গুলো কেনিয়া বাক্য নয়।
হুজুর, আমার খুবই চিন্তা হচ্ছে , সন্দেহ হচ্ছে এই বিষয় নিয়ে তাই একবার পরিষ্কার করতে চাই ওলিউল্লাহ হুজুর, আমি তাহলে নিশ্চিন্ত হতে পারবো।
বিষয় হলো, আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা কাটা কাটি হচ্ছিলো , আমার স্ত্রী তার বাবার বাড়ি তে আছে আমি আমার বাড়িতে আছি । আমার ইনকাম খুবই কম তাই নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছিলো , দিয়ে স্ত্রী বললো। "আমি আমার মত থাকবো আমি প্রতিউত্তরে বলেছি ঠিক আছে তুমি তোমার মত থাকো"
হুজুর যখন আমি এই কথা টা বলি তখন আমার কেনিয়া নিয়ে ভয় হয়। তার পর মনে হলো কেনিয়া হয়ে গেলো নাকি ইত্যাদি ভয় হতে লাগলো। তার পর ওয়াসওয়াসা র জন্য মনে হতে লাগলো আমি কি নিয়ত করে বললাম , তাহলে কি তালাক হয়ে যাবে এই সব চিন্তা হতে লাগলো ।
হুজুর বিষয় হলো,
১.আমার স্ত্রী বলেছে আমি আমার মত থাকবো এই কথা টা আমার স্ত্রী নরমালি রেগে বলেছে আমি তার উত্তরে বলেছি তুমি তোমার মত থাকো। এইটা বলার পর মনে হচ্ছে, আমি ভেবেছি যা হবে হউক কেনিয়া হলে হবে , এই ভেবে বলেছি আবার মনে হচ্ছে, না আমি এইসব কিছু না ভেবে এমনি নরমালি কথা টা বলেছি হুজুর এই রকম সন্দেহ হলে কি এক্ষেত্রে তালাক হবে ?
২. হুজুর আমি জানার জন্য জিজ্ঞাসা করছি , আপনি উত্তরে বলেছেন কোনো ভাবেই তালাক হবে না এটা কেনিয়া বাক্য নয় ( আমি আমার মত থাকবো আমি প্রতিউত্তর এ বলেছি ঠিক আছে তুমি তোমার মত থাকো)। হুজুর যদি আমি মনে মনে তালাকের উদ্দেশে , এই কথা বলে থাকি, তাহলে কি তালাক হবে , কারণ আপনি তো বলেছেন এটা কোনো কেনিয়া বাক্য নয় তাহলে কি এক্ষেত্রে তালাক হবে?
৩. আমাদের মধ্যে এমন একটু ঝগড়া হয়েছে , আমার আব্বু মা সুনে আমার বউ এর নামে না না রকমের বকা ঝকা করলো, আব্বা বললো মেয়ের খুব সাহস হয়েছে আমি কথা বলবো হয় এদিক নিয়ে আসব না হয় ওদিক যাবে, মা ও কিছু কুটুক্তি করলো, দিয়ে আমি এইসব সুনে আমি বললাম আমার আর আমার স্ত্রী র মধ্যে আর কোনো ঝামেলা নেই তোমরা চুপ করো। বলে আমি সমস্ত রাগা রাগী ঠিক করে দিয়েছি এর জন্য কি কোনো তালাক বা তালাকের মজলিস হবে?
৪. হুজুর আমার মা শুয়ে ছিল, আমি হটাৎ করে রুম এ গিয়েছি দেখছি মার পা বেরিয়ে মানে হাঁটু র নিচ এ কাপড় , আমি দেখে সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নি। হুজুর আমি লজ্জাস্থান দেখিনি , সত্যিই দেখিনি। দিয়ে মা কে বললাম মা তুমি ঠিক করে শুয়ে থাকবে , দিয়ে মা আবার হাঁটু বের করে দিয়ে বললো এই রকম দেখলে ব্যাতিক্রম কিছু হয়না। হুজুর আমি লজ্জা স্থান সত্যিই দেখিনি, ওয়াসওয়াসা র কারণে মনে হচ্ছে দেখতে পেয়েছি , কিন্তু আমি সত্যিই দেখিনি এর জন্য কি হুরমত হবে?
৫. আমর লজ্জাস্থান এ হাত দিচ্ছি , চুলকাচ্ছিল, সঙ্গে সঙ্গে অটোমেটিক আমার প্রিয় নবী সাঃ এর কথা মনে হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আস্তাগিরুল্লাহ পড়ছি এর জন্য কি ঈমান চলে যাবে?
৫ .১ আমি একটা ডাক্তার এর কাছে জাই দিয়ে নানা পরামর্শ নিতে। মনে মনে ভাবছিলাম এবার ডাক্তার কে গিয়ে এই এই বলবো বলে মনে মনে ভাবছিলাম , হটাৎ মনে হলো পূজো করবো নউজবিল্লা, আস্তাগিরুল্লাহ । হুজুর মনে মনে হয়েছে মুখে উচ্চরণ করিনি এর জন্য কি ঈমান চলে যাবে?
৬. মনে মনে তালাক কথা টা হয়ে যাচ্ছে, দিয়ে হুজুর কিছু খাচ্ছি , বা চিবিয়ে খাচ্ছি তখন দাতে দাঁত লেগে শব্দ হচ্ছে মন হচ্ছে তালাক কথা টা উচ্চরণ হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে উচ্চরণ হচ্ছে না , ঐরকম দাতে দাঁত লেগে শব্দ হচ্ছে এর জন্য কি তালক হবে?
৭. এর আগে একবার তালাক নিয়ে সমস্যা হয়েছিল সেটা আমরা ঠিক করে নিয়েছি । এখন আর কোনো সমস্যা নেই। জাই হউক হুজুর সব বললাম আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো হুজুর , আমার স্ত্রী কে আমিখুব ভালোবাসি। খুব চিন্তায় আছি। আপনি বলেছেন কোনো ভাবেই তালাক হবে না , হুজুর নতুন করে কোনো তালাক হয়নি তাই না হুজুর?আর একটি বার উত্তর দিয়ে সাহায্য করুন ।
৮ . https://ifatwa.info/73513/ হুজুর এই লিংকে বলা হয়েছে হুরমত হবে না । আমাকে একজন বিরক্ত করেছে হুজুর। বলছে হুরমত হবে। হুজুর সে বলছে তোমার মা যদি উত্তেজিত হয় তাহলে ।?? হুজুর আমি আমার মা কে জিজ্ঞাসা করেছি মা উত্তেজিত হয়নি। হুজুর আমার তহ হুরমত হয়নি তাইনা??
৮.১. হুজুর স্পর্শের সময় দুজন উত্তেজিত হয়ে জাই এবং ঘটনা স্থানে যদি ছেলের বীর্যপাত হয়ে জাই। তাহলে কি হুরমত হবে?
৮.২ https://ifatwa.info/43799/ এই লিংকে বলেছেন হুরমত হবে না তাইনা হুজুর?
৮.৩ https://ifatwa.info/43540/ এই লিংকে ও তহ হুরমত হবে না তাই না হুজুর??
Plz উত্তর দিয়েন, আমি খুবই মানসিক রুগী আমার খুব চিন্তা হচ্ছে । Plz একবার বলে দিয়েন যে হুরমত হবে না।
৯. হুজুর আব্বা কে বলছি আব্বা আপনি আর নামাজ ছেড়ে দিয়েন না মানে বাদ দিয়েন না , দিয়ে আব্বা বলছে ঠিক আছে । হুজুর এর জন্য কি ঈমান চলে যাবে?