বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলোন,
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﻗُﻞ ﻟِّﺄَﺯْﻭَﺍﺟِﻚَ ﻭَﺑَﻨَﺎﺗِﻚَ ﻭَﻧِﺴَﺎﺀ ﺍﻟْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻳُﺪْﻧِﻴﻦَ ﻋَﻠَﻴْﻬِﻦَّ ﻣِﻦ ﺟَﻠَﺎﺑِﻴﺒِﻬِﻦَّ ﺫَﻟِﻚَ ﺃَﺩْﻧَﻰ ﺃَﻥ ﻳُﻌْﺮَﻓْﻦَ ﻓَﻠَﺎ ﻳُﺆْﺫَﻳْﻦَ ﻭَﻛَﺎﻥَ ﺍﻟﻠَّﻪُ ﻏَﻔُﻮﺭًﺍ ﺭَّﺣِﻴﻤًﺎ
হে নবী! আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।(সূরা আহযাব-৫৯)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপপনি যদি বিয়েতে লম্বা গাউন পরিধান চান,যা নেকাবের সাথে খুব ঢিলেঢালা এবং মোটা ও লম্বা হবে, তাহলে নিকাহের দিনে এমন পোশাক পরা নাজায়েয হবে না।তবে মাহরাম নিকটাত্মীয়দের উপস্থিতিতে অনুষ্টান করবেন।গায়রে মাহরামদেরকে প্রবেশের সুযোগ দিবেন না। আর গায়রে মাহরাম পুরুষ উপস্থিত হয়ে গেলে, সাথে সাথেই নিজেকে আবৃত করে নিবেন।