ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হাদাছে আসগর থেকে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে ওজুর ক্ষেত্রে ওজুর সমস্ত অঙ্গকে ধৌত করা ফরয।পানি পৌছতে বাধা প্রদাণকারী সকল জিনিষকে শরীর থেকে পৃথক রাখা জরুরী।
মারাক্বিল ফালাহ কিতাবে বর্ণিত রয়েছে-
ولا بد من زوال ما يمنع من وصول الماء للجسد كشمع وعجين
শরীরে পানি পৌছতে বাধা দানকারী জিনিষ শরীর থেকে পৃথক রাখতে হবে।যেমন- মোম,বা মাখানো আটা।(মারাক্বিল ফালাহ-১/৪৫)
প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই বোন!
সবজির কষ সম্পর্কে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। সেটা পানি প্রতিবন্ধক কি না? যদি পানি প্রতিবন্ধক না হয়, তাহলে অজু হবে। এতে কোনো সমস্যা হবে না। পানি প্রতিবন্ধক কি না? সে সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলে, তখন সতর্কতামূলক অজু করে নেয়াই উত্তম হবে।
আমাদের ধারণা সবজির কষ পানি প্রতিবন্ধক নয়।সুতরাং এ নিয়ে আপনাকে টেনশন না করাই উচিৎ।