আসসালামু আলাইকুম আমার কয়েকটি প্রশ্ন ছিল এগুলোর উত্তর দিলে উপকৃত হবো।
১.নামাজের মধ্যে মনযোগ বাড়ানোর জন্য আমি কল্পনা করি আমাকে মুখের ও শরীরের বিভিন্ন স্থানে (যৌনাঙ্গ ও পায়ুপথসহ) ছুড়ি মারা হচ্ছে,গুলি করা হচ্ছে, লাঠি-রড প্রবেশ করানো হচ্ছে,আগুনে পুড়ানো হচ্ছে,লাভা ঢালা হচ্ছে। এগুলো নামাজের মধ্যে কল্পনা করার ফলে আমার গুণাহ হবে?
২.আমি যদি নামাজের বাহিরে এবং জুমার খুতবা ও কুরআন তেলাওয়াতের সময় ১নং এর বিষয়গুলো কল্পনা করি তাহলে কি গুণাহ হবে?
৩.নফল নামাজের সিজদায়,সালাম ফেরানোর আগে,দুআ কুনুতে যদি গুণাহ মাফের জন্য গুণাহের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয়ে এবং গুণাহ না করার দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ইস্তেগফার পড়তে পারব?
৪.আমি দুআ করার ক্ষেত্রে নিয়মানুসারে আল্লাহর প্রশংসা বাক্য (সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবার সহ আরো কিছু বাক্য) পড়ে দরুদ পড়ে দুআ দুআ করি এবং দুআ শেষে আগের প্রশংসা বাক্য ও দরূদ পড়ে এবং আমীন বলে দুআ শেষ করি।এই নিয়মটা সঠিক?
৫.আমি তওবার ক্ষেত্রে মুনাজাতে বলি,"ইয়া আল্লাহ আপনার কাছে সকল প্রকার গুণাহ হতে তওবা করিতেছি।আমি সকল প্রকার গুণাহ ছেড়ে দিলাম।জেনে না জেনে বুঝে যতগুলো গুণাহ করেছি সেগুলোর জন্য লজ্জিত ও অনুতপ্ত।আমি দৃঢ় সিদ্ধান্ত নিলাম আর কোন প্রকার গুণাহ করব না"।এরপর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শেষে বলি, ইয়া আল্লাহ আপনি আমার তাওবা কবুল করে নিন।এই পদ্ধতি কি সঠিক?