আসসালামু আলাইকুম
১।আমার নানু অসুস্থ মানুষ।
তাই রোজা রাখতে পারে নি। কাফফারা কতো দিতে হবে?
২। কখন দিতে হবে? রোজা শেষ হওয়ার আগেই কি দিতে হবে নাকি রোজার পরে দেওয়া যাবে?
৩।এই কাফফারা কি দুই জন মানুষকে ভাগ করে দেওয়া যাবে নাকি একজন কেই পুরো টাকা দিতে হবে?
৪। অবিবাহিত ছাত্রী এক বোন
টিফিন এর টাকা, হাত খরচ এর টাকা, scholarship সহ অনেক দিন ধরে ১ লাখ ২০ হাজার টাকা জমিয়েছে- এটার জন্য কি যাকাত দিতে হবে?
৫।
উস্তাদ আমি কালো বাদে হালাকা কাজ ও রং এর বোরকা হিজাব নিকাব পরি। আল্লাহ র কাছে ওয়াদা করেছিলাম।
ইনশাল্লাহ কালো রং এর বোরকা পড়ব। কিন্তু আমি নিয়াতকে এখন ধরে রাখতে পারছিনা।
বাহিরের গরম এ আমি অনেক ভয় পাচ্ছি। আমার ১টা কালো বোরকা আছে।
এখন আর কেনা ও সম্ভব হচ্ছেনা।
তাই আগের বোরকা গুলা পরছি। (বোরকাগুলার রং - বেগুনি, হালকা খয়েরি (দুধ চা) এর রং, কফি রং , জাম খয়েরি রং, আংগুর রং, ছাই রং, কোলো সাদা চেক, গোলাপ ফুল এর প্রিন্ট,পিচ (গোলাপি+কমলা) রং ,)
এই রং এর বোরকা গুলা পড়ি।
উস্তাদ আমার মনে হচ্ছে আমি আল্লাহ এর সাথে ওয়াদা ভঙ্গ করছি।
আমার কাফফারা দেয়া উচিত।
আমি কাফফারা হিসেবে কি করব দয়া করে বলবেন?
আমি খুব মানুষিক ভাবে কস্ট পাচ্ছি।
৬।
(বোরকাগুলার রং - বেগুনি, হালকা খয়েরি (দুধ চা) এর রং, কফি রং , জাম খয়েরি রং, আংগুর রং, ছাই রং, কোলো সাদা চেক, গোলাপ ফুল এর প্রিন্ট,পিচ (গোলাপি+কমলা) রং ,)
এই রং এর বোরকা গুলা আমার আছে।
আমি কি বোরকা গুলা পরতে পারব?
যদি না পারি এগুলা কি করব??
আমার বিয়ে হযনি।
আব্বু আম্মুর সাথে থাকি।
অনেক টাকা র বোরকা।
প্লীজ idea দেন আমি কি করব।
৭। বোরকা হিজাব নিকাব কি কালোই পরতে হবে। নাকি সাদা অথবা অন্য রং এর হালাকা কাজ এর পড়া যাবে??
জাযাকাল্লাহ।