আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
264 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (1 point)
যদি জায়েজ না হয় তাহলে স্ত্রী যদি স্বর্ণ বিক্রি করে যাকাত আদায় করতে চায়, এক্ষেত্রে স্বামী যদি সেই গহনা কিনে নিতে চায় তাহলে তার কাছে বিক্রি করে টাকা নিয়ে সেই টাকা দিয়ে যাকাত আদায় করলে তা কি জায়েজ হবে?
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_230410_151537_915.sdocx-->

1 Answer

0 votes
by (572,970 points)
জবাবঃ- 
বিসমিল্লাহির রহমানির রহীম 


যদি কাহারো ইনকাম পুরোপুরি বা অধিকাংশই হারাম হয়,আর সেই তার হারাম টাকা দিয়ে কোনো কিছু ক্রয় করতে আসে, সেক্ষেত্রে তার কাছে কোনো বস্তু বিক্রয় করা জায়েজ নেই।

হ্যাঁ যদি তার অধিকাংশ ইনকাম হালাল হয় বা পুরো ইনকামই হালাল হয়,সেক্ষেত্রে তার কাছে জিনিস বিক্রয় করা যাবে।

আর যদি তার ইনকাম সন্দেহপূর্ণ হয়,সেক্ষেত্রেও তার কাছে জিনিস বিক্রয় করা যাবে,তবে না বিক্রয় করাই সতর্কতা।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

 وَ لَا تَتَبَدَّلُوا الۡخَبِیۡثَ بِالطَّیِّبِ ۪
এবং তোমরা ভালোর সাথে মন্দ বদল করো না।
(সুরা নিসা ০২)

হাদীস শরীফে এসেছেঃ- 
وعن ابن عباس مرفوعاً: إن اللہ تعالیٰ إذا حرم علی قوم أکل شيء حرم علیہ ثمنہ (أبوداوٴد)
সারমর্মঃ-
নিশ্চয়ই আল্লাহ তায়ালা যখন কোনো কওমের উপর কোনো বস্তু খাওয়া হারাম করে দেয়,তার মুল্যও হারাম করে দেয়।
(আবু দাউদ)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে স্বামীর অধিকাংশ ইনকাম হালাল হলে তার টাকা দিয়ে স্ত্রীর যাকাত আদায় করলে আদায় হয়ে যাবে।

আর যদি স্বামীর অধিকাংশ ইনকাম হারাম হয়,সেক্ষেত্রে তার টাকা দিয়ে স্ত্রীর যাকাত আদায় করলে আদায় হয়ে যাবেনা।

এক্ষেত্রে স্ত্রী তার কাছে গহনা বিক্রয়ও করতে পারবেনা।
অন্য কাহারো কাছে বিক্রয় করতে পারবে,অথবা অন্য কাহারো থেকে করজ নিয়ে যাকাত আদায় করতে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (7 points)
আসসালামু আলাইকুম শায়েখ খুব টেনশন এ আছি উত্তর টা পেলে খুশি হবো https://ifatwa.info/73507/
by (572,970 points)
জবাব দেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...