আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আমার স্ত্রীর সাথে কথা কাটাকাটি তে একটা সময় পর স্ত্রীর কথাতে আমি রাগ হয়ে বলি যে তুমার কথাই বুঝা যাইতাছে আমি তো তোমাকে দাস হিসেবে ব্যবহার করতাসি তখনই আমার বিতরেখেয়াল আসে যে দাস মুক্ত করে দাও।
এখন আমি এই কথা মুখে উচ্চারণ করেছি কিনা তা বলতে পারতেসি না আমার মনে হইতাসে আমি বলসি না ,আবার মনেহইতাসে আমি বলসি এখন এই অবস্থাই আমার করনীয় কি?
আমার প্রশ্ন হলো ,
১.আমার স্ত্রীর উপর কি তালাক পতিত হবে?
২.তালাক এর সন্দেহ হলে কি তালাক পতিত হবে?
আমি অনেক পেরাশানিতে আছি। আশা করছি আপনি এর সঠিক সমাধান দিবেন।
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।