https://ifatwa.info/73351/
https://ifatwa.info/73357/
আসসালমুআলাইকুম হুজুর, আমি যে স্কুল এ পড়েছি, সেই খানে শিক্ষক রা বলত সকল ধর্ম কে সমান চোখে দেখতে। হুজুর আমি যখন ক্লাশ নবম বা দশম শ্রেনী তে পড়ি তখন দ্বীনের সম্পর্কে বেশি বুদ্ধি ছিলনা। হুজুর তখন একটা মুভি দেখেছিলাম বাংলা মুভি খিলাড়ি। মুভি টা তে নায়ক এর বাবা মুসলিম ও নায়ক এর মা হিন্দু। দিয়ে নায়ক নামাজ ও পরে আবার পূজো ও করে।
এই মুভি দেখে আমার মনে হতো আমিও নায়ক এর মত হবো। ছোটো ছিলাম হুজুর দ্বীনের বুদ্ধি ছিল না তাই এই রকম মনে ভাবনা হতো । অনেক ছোট ছিলাম তাই ভুল ভাবনা হয়েছিল ভুল। দিয়ে আমার ওয়াসওয়াসা র জন্য মনে হচ্ছিল হুজুর আমি একদিন ভুল বসত মন্দির দেখে একবার বুকে হাত নিয়ে আবার কপাল এ ঠেকিয়ে ছিলাম , প্রণাম টাইপের মত। এই নিয়ে আপনাদের কে প্রশ্ন করেছিলাম । আপনাদের জবাব ছিল ঈমান চলে যাবে না । তওবা করতে হবে।
হুজর আমি খুবই ওয়াসওয়াসা গ্রস্ত রুগী। এখন মনে হচ্ছে এই মুভি টা দেখে আমি ওই রকম করেছি মন্দির দেখে।। কিন্তু আল্লাহ কসম করে বলছি আমার সঠিক ভেবে কিছু মনে পড়ছে না। হয়ত এই মুভির সঙ্গে কোনো সম্পর্ক নেই, আবার ওয়াসাষার জন্য মনে হচ্ছে।কিন্তু হুজুর জাই করে না জেনে অজ্ঞতা বসত ভুল হয়েছে। আমি তৌবা করেছি । আল্লাহর কাছে মাফ চেয়েছি। ৮ বছর হয়ে গেল সমস্ত ঘটনার। আর তখন ছোটো ছিলাম১৪ বছর বয়স।
দিয়ে এখন ওয়াসওয়াসা র জন্য মনে হচ্ছে , সকল ধর্ম কে সমান চোখে দেখেছি তার জন্য হয়ত আমার মনে হচ্ছিল হুজুর আমি ভুল বসত মন্দির দেখে একবার বুকে হাত নিয়ে আবার কপাল এ ঠেকিয়ে ছিলাম , প্রণাম টাইপের মত।
হুজুর আল্লাহ কসম করে বলছি আমি সকল ধর্ম সমান চোখে বলতে বুঝিয়েছি অন্য ধর্ম কে অসম্মান না করা। আর যেদিন থেকে দ্বীনের জ্ঞান হয়েছে আমি কখনো কোনো কুফরী বা শিরিক করিনি।
হুজুর ছোটো ছিলাম সঠিক বুদ্ধি ছিল না । জ্ঞান ছিল না । ভুল ভাল কিছু করেছি বা ভেবেছি। অজ্ঞতা বশত। প্রশ্নই করেছিলাম ওপরের দুটি লিঙ্কে বলা হয়েছে ঈমান চলে যাবে না।
১.সমস্ত ঘটনা বললাম।হুজুর এর জন্য কি ঈমান চলে যাবে খুব চিন্তা হচ্ছে ??
২.একদিন আমার একটা বন্ধু কে মিথ্যা কথা বলেছিলাম । তাকে বলেছি আমরা তো রামকৃষ্ণ মিশনে পড়েছি সেই খানে পূজো হতো । আমরা তো পূজো ঘাড়ে করে নিয়ে এসেছি। সত্যিই বলছি এই সব কিছু ই করিনি, হয়ত নিয়ে আসছিলো হাত দিয়ে ধরে ছিলাম । কিন্তু আমি কখনো মূর্তি পূজা করিনি হুজুর । হুজুর খুব ভয় হচ্ছে এর জন্য কি ঈমান চলে যাবে? এমনি নিয়ে আসছিল হয়ত হাত দিয়ে একটা বাঁশ ধরে ছিলাম সত্যি বলতে এই গুলো আমার মনে নেই, আমি মারাক্তক ওয়াসওয়াসা রুগী, ওয়াসওয়াসা র সন্দেহর জন্য এমন মনে হলো। সত্যিই আমার মনে ও নেই সেই ভাবে। হুজুর আমি তৌবা করেছি । কালেমা পড়েছি । না জেনে বুঝে ভুল হয়েছে।
এর জন্য কি ঈমান চলে যাবে? আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো?
৩. আমার খুব ভয় হচ্ছে ঈমান চলে যাবে বলে খুব চিন্তা হচ্ছে। এইরকম হলে কি করবো হুজর?? আমি মানসিক রুগী ও ওয়াসওয়াসা রুগী।