আসসালামু আলাইকুম
আমি জানতে চাচ্ছি নামাজ পড়ার জন্য আমরা মেয়েরা যে নামাজের হিজাব ব্যবহার করি সেটি যদি কিছুটা পাতলা হয়, অর্থাৎ শরীরের রঙ বুঝা যায় না তবে হাত উচু করলে আলোতে/ রোদে গেলে হাতের / শরিরের গঠন বুঝা যায় তাহলে কি তা দিয়ে নামাজ হবে?
উল্লেখ্য হিজাব গাড় রঙের হওয়ায় সাধারণত ভাল ভাবে না তাকালে শরীরের অবয়ব বুঝা যায় না।