১)আমি ওয়াসাওয়াসার রোগী।তাই ডাক্তার মেডিসিন দিয়েছে যার মধ্যে ঘুমের মেডিসিন আছে। এই মেডিসিনি খেলে ঘুম আসে কাজ করতে পারিনা যার জন্যে আমার স্ত্রী আমাকে ফোনে বলছে " আজকে বাদ দাও " মানে আজকে মেডিসিন না খাওয়ার জন্য বলছে। যেহেতু আমি একজন রোগী এই কথার উত্তরে যাতে কোন বাজে কথা আমার মুখ দিয়ে না বলি তাই আমি বিড়বিড় করে বলছি," আমার কোন নিয়ত নেই , আমার কোন বাজে নিয়ত নেই , আমার স্ত্রীকে ছাড়ার কোন নিয়ত নেই , আমি স্ত্রীকে অনেক ভালোবাসি"। এগুলো বলার একমাত্র কারন যাতে আমার মুখ দিয়ে কোন কেনায়া শব্দ না আসে। আর আসলেও যাতে আমি নিয়ত সম্পর্কে নিশ্চিত থাকি। তারপর বাসায় আসি কথা বলার কিছুক্ষন পর মাথায় অনবরত মনের মধ্যে শয়তান ধোকা দেওয়ার চেষ্টা করে। আমি তখন বলি আমার কোন নিয়ত নেই। যতবার শয়তান স্মরণ করায় নিয়ত ছিলো আমি ঠিক ততবার মনে মনে বলি আমার কোন নিয়ত নাই। এই রকম অনেকবার হয় আমারসাথে। আমার আসলেই কোন নিয়ত নেই আর আমি কোন কেনায়া শব্দও বলিনি। শুধু আমার স্ত্রী আমাকে মেডিসিন না খাওয়ার জন্য বলেছে ব্যাস এতটুকুই। এর জন্য কোন সমস্যা হবে কি ?
২) ঠিক তার পরের দিন ঘুম থেকে উঠে আমি মুখে কিছুই বলিনি ।ওয়াসওয়াসার কারনে মনের মধ্যে বলছিলাম আমার নিয়ত আছে। কি কারনে বললাম নাকি গতকালের কথা চিন্তা করে বললাম নাকি এম্নিতেই বললাম বুঝলাম না নাকি নিয়ত নেই বললাম বুঝতে পারছিনা।কিন্তু আগের দিন তো আমার কোন নিয়ত ছিলোনা এই ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু মুখে কিছুই বলিনি। এর দারা কোন সমস্যা হবে কি?