স্বর্ণ /রুপার দাম বাড়তে কমতে থাকে। বর্তমানে স্বর্ণ /রুপা এর দাম অনেক বেশি বেড়ে গিয়েছে। আমি অনেক জায়গায় দেখেছি যে, বলা যায় স্বর্ন/রুপা এর দামের উপর (যখন যে দাম হয় )যাকাত দেয়া না দেয়া ও amount কতো তা depend করে। তো দাম বাড়লে কীভাবে হিসেব করবো আমরা কখন যাকাত দিতে হবে? এবং কতো দিতে হবে?যেমন normally ৭.৫ বরি হলে যাকাত ফরজ হয়। এখন তো গোল্ডের দাম বেশি তাহলেও কি এই ৭.৫ বরি পরিমাণ থাকলেই যাকাত দিতে হবে, নাকি আরো কম বরি থেকে হিসেব করা হবে? আমার এই ৩টি প্রশ্ন একই সাথে।!!!