ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ النَّاسَ لَكُمْ تَبَعٌ وَإِنَّ رِجَالًا يَأْتُونَكُمْ مِنْ أَقْطَارِ الْأَرْضِ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ فَإِذَا أَتَوْكُمْ فَاسْتَوْصُوا بهم خيرا» . رَوَاهُ التِّرْمِذِيّ
আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একদা লোকেরা (আমার পরে) তোমাদের অনুসরণ করবে। আর তারা দূর-দূরান্ত হতে দীনের জ্ঞানার্জনের উদ্দেশে তোমাদের কাছে আসবে। সুতরাং তারা তোমাদের নিকট এলে তোমরা তাদেরকে ভালো কাজের (দীনের ’ইলমের) নাসীহাত করবে।(মিশকাত-২১৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আল্লাহ আপনার ইলম অন্বেষণের স্পৃহাকে আরো ভালো করে দেউক। ছদ্মনাম ব্যবহারের কারণে যেহেতু ধোকা নয়, তাছাড়া ফিতনা থেকে বাঁচতে সহায়ক হয়, তাই এক্ষেত্রে ছদ্মনাম নাজায়েয হচ্ছে না, যদিও সবার উচিৎ নিজ নিজ পরিচয় প্রদান করা।বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। আইডি ডিলেট কেন করবো? আপনার আইডি ডিলেট করলে তো আমাদের অনেক উত্তর ডিলেট হয়ে যাবে। তাই ডিলেট না করাই উত্তম হবে।