আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।আমি তালাক এর ভিডিও দেখার পর আমি ওয়াসোওয়াসা রোগে পরেগেসি যার কারনে আমি একদিন আমার স্ত্রীর সাথে ঝগড়া করে ফোনের মেসেজে নিচের এই কথা গুলো বলি ,
১.আমার মুখ দিয়ে যদি তালাক এর কথা বেরিয়ে যাই তখন কি করবা তুমি?
২.আমি যখন পাগল তাহলে আমার সাথে জীবন কাটানোর দরকার নেই,যাও তোমাকে মুক্ত করে দিলাম? এখানে তালাকদেওয়ার নিয়ত ছিল শুধু ,কিন্তু একটা হবে না দুইটা হবে এমন কোনো তালাকের সংখ্যার নিয়ত ছিলো না,শুধু তালাক দেওয়ারনিয়ত ছিলো।
৩.আমার সাথে এতই সমস্যা হলে তুমি চলে যাও?
৪.তুমি একদিন ভুলে আমাকে ছাইড়া দিবা ?
উপরের সব গুলো কথা আমি মেসেজে বলেছি। এখানে (আমি যখন পাগল তাহলে আমার সাথে জীবন কাটানোর দরকারনেই,যাও তোমাকে মুক্ত করে দিলাম) এই কথা বলার পর কিছুখন চুপ ছিলাম এরপর আমি কি আসলেই এমন বলেছি নাকিঅন্ন্য কিছু বলেছি তা আবার নিশ্চিত হওয়ার জন্ন্যে ২,৩,৪ বার পরেছি এবং মেসেজ পরতে গিয়ে মুখে উচ্চারণ করে ফেলেছি।
এখন আমার প্রশ্ন হলো ,
উপরের কথাই স্ত্রী তালাক হয়ে যাবে? তালাক হলে কই তালাক পতিত হবে? স্ত্রীর সাথে কি সংসার করা যাবে? (যাও তোমাকেমুক্ত করে দিলাম) এই কথা বলার পর কিছুখন চুপ ছিলাম এরপর আমি কি আসলেই এমন বলেছি নাকি অন্ন্য কিছু বলেছি তাআবার নিশ্চিত হওয়ার জন্ন্যে ২,৩,৪ বার মেসেজ পরেছি এবং মেসেজ পরতে গিয়ে মুখে উচ্চারণ করে ফেলেছি তাতে কি তালাকপতিত হবে?
শায়েখ আমি আমার স্ত্রীকে অনেক মহাব্বাত করি আমার প্রশ্নের উত্তর দিলে আমি অনেক উপকৃত হব।