আসসালামু আলাইকুম উস্তাদ।
আমি প্রায় সময় একটা অনলাইন বুক শপ থেকে ইসলামিক বই কিনতাম। তারা সবচেয়ে কম দাম রাখে এবং ডেলিভারিও ফ্রি দেয়। এজন্য আমার সুবিধা হয়। সেখান থেকে অনেক বই কেনার ইচ্ছে থাকা সত্ত্বেও কম কিনতে পেরেছি। সম্ভবত ২ বার কিনেছি। কখনোই কোনো বাক বিতন্ডা হয় নি বুকশপ ওউনারের( মালিক একজনই) সাথে। লাস্টবার অর্থাৎ ২য় বার যখন বই কিনেছি, তখন মালিক নিজে ডেলিভারি দেন নি, অন্য একজনকে দিয়ে দেওয়াইছেন। আমিও নিজে রিসিভ করি নি, আমার হয়ে অন্য একজন করেছেন।
বই ডেলিভারি দেওয়ার পরপরই হঠাৎ বুকশপের মালিক আমার আইডিতে মেসেজ করেছেন, তিনি আমার কাছে আর বই বিক্রি করবেন না। কোনরকম বাক বিতন্ডা, দুইকথা কিচ্ছু হয়নি, তার মধ্যে এই মেসেজ দেখে আমি জিজ্ঞেস করেছি, কেন বিক্রি করবেন না, কোন সমস্যা হয়েছে কিনা। ২ বার জিজ্ঞেস করেছি। উনি কোনো রিপ্লাই ই দেন নি। নন মাহরাম বিধায়, আমিও আর কোনো মেসেজ দেই নি। এখন আমার প্রশ্ন হলো-
১) এভাবে কোনো কারণ না দেখিয়ে কাস্টোমারকে বয়কট করা কি ঠিক হলো উস্তাদ?
২) আমার বই কেনা খুবই দরকার। উনিই কম দামে ইসলামিক বইগুলো বিক্রি করতেন। আমি স্টুডেন্ট বিধায়, বেশি দাম দিয়ে বই কেনা আমার জন্য কষ্টকর। ব্যক্তিগতভাবে তো পরিচয় নেই উনার সাথে, আমি যদি ভিন্ন ফেসবুক আইডি ইউজ করে উনার শপ থেকে বই অর্ডার করি, তাহলে কি আমি গুনাহগার হবো?